এয়ার ইন্ডিয়ার বিমানে পিঁপড়ে-আতঙ্ক! ফাইল চিত্র।
সব প্রস্তুত। এখন কেবল বিমানবন্দরের রানওয়ে চিরে আকাশে ওড়ার পালা এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানের। আচমকাই বিমানের পেটে বেজায় হট্টগোল। বিজনেস ক্লাসে হানা দিয়েছে পিঁপড়ের দল। তা নিয়েই হুলস্থুল কাণ্ড দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
পরিস্থিতি এমন হয় যে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও লন্ডনগামী বিমানের চাকা নড়েনি। শেষে গোটা বিমানটিই বদলে দেয় এয়ার ইন্ডিয়া। তার পর লন্ডন যাত্রা করে বিমানটি। জানা গিয়েছে, বিমানে ছিলেন ভুটানের রাজ পরিবারের সদস্যরা।
এ বার অবশ্য প্রথম নয়, গত মে মাসে দিল্লি থেকে আমেরিকার নেয়ার্কগামী এয়ার ইন্ডিয়ার বিমান আকাশে ওড়ার ৩০ মিনিটের মধ্যে আবার ফিরে আসে। জানা যায়, বিমানের জেট লাইনার বিজনেস ক্লাসে বাদুড় পাওয়া গিয়েছে!
গত জুলাই মাসে সৌদিগামী এয়ার ইন্ডিয়ার বিমান কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল দেখা দেওয়ায় তড়িঘড়ি অবতরণ বলে এয়ার ইন্ডিয়া জানায়। এ বার পিঁপড়ের হানায় এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়তে দেরি হল।