বালাকোট নিয়ে বেশি কিছু জানি না: সানি

নির্বাচন কমিশনের নিষেধ সত্ত্বেও বিজেপির শীর্ষ নেতৃত্ব বালাকোট অভিযান ও পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে সেনার ভূমিকাকে সামনে রেখেই ভোট চাইছেন। কিন্তু সানি সাফ বলেছেন, ‘‘ভারত-পাক সম্পর্ক নিয়েও আমি বিশেষ কিছু জানি না। কিছু দিন কাজ করলে হয়তো বিষয়টি নিয়ে ধারণা তৈরি হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

গুরদাসপুর শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০২:১০
Share:

সানি দেওল

রিল লাইফে বহু বার পাকিস্তানকে উচিত জবাব দিয়েছেন তিনি। সেই ইমেজই গুরদাসপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সানি দেওলের তুরুপের তাস। তবে বাস্তবে রাজনৈতিক অনভিজ্ঞতাই উঠে এল সানির কথায়। তাঁর দল ভোট বৈতরণী পার করতে জাতীয়তাবাদকে হাতিয়ার করলেও বালাকোট বা ভারত-পাক সম্পর্ক নিয়ে যে তাঁর খুব একটা ধারণা নেই তা মেনে
নিলেন সানি।

Advertisement

নির্বাচন কমিশনের নিষেধ সত্ত্বেও বিজেপির শীর্ষ নেতৃত্ব বালাকোট অভিযান ও পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে সেনার ভূমিকাকে সামনে রেখেই ভোট চাইছেন। কিন্তু সানি সাফ বলেছেন, ‘‘ভারত-পাক সম্পর্ক নিয়েও আমি বিশেষ কিছু জানি না। কিছু দিন কাজ করলে হয়তো বিষয়টি নিয়ে ধারণা তৈরি হবে।’’

বিজেপির অধিকাংশ প্রার্থীই জয়ের জন্য মোদীর মুখকে প্রচারে হাতিয়ার করেছেন। সেখানেও কিছুটা ভিন্ন সুর সানির। তিনি জানান, কারও ভাবমূর্তি ভাঙিয়ে নয়, নিজের দেশসেবার মনোভাবকেই ভোটারদের সামনে তুলে ধরতে চান তিনি। তবে মোদীর জন্যই তাঁর বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন এই বলিউড অভিনেতা। অটলবিহারী বাজপেয়ীর আমলে তাঁর বাবা ধর্মেন্দ্রও বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই প্রসঙ্গও উঠে আসে সানির বয়ানে।

Advertisement

বিনোদ খন্নার মৃত্যুর পরে উপনির্বাচনে গুরদাসপুরে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর। এ বারও প্রার্থী তিনি। সানিকে নিয়ে জাখরের কটাক্ষ, ‘‘পঞ্জাবের সমস্যা সম্পর্কে ওঁর কোনও ধারণা নেই।’’ সানির জবাব, ‘‘প্রতিপক্ষ কী বলল তাতে কিছু এসে যায় না। আমিও পঞ্জাবেরই বাসিন্দা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement