গ্রাফিক: তিয়াসা দাস
লোকসভা ভোটের প্রথম দফার দিন এক জন বললেন, মোদী-হাওয়া উঠেছে দেশজুড়ে। আর এক জন মনে করিয়ে দিলেন ১৫ বছর আগেকার স্মৃতি। বললেন, কেউই অপরাজেয় নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গাঁধী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘‘আমার সরকারের পক্ষে জোর হাওয়া উঠেছে দেশজুড়ে।’’ আর ভোটে এ বার কী হতে পারে, রায়বরেলীতে সাংবাদিকদের তা বলতে গিয়ে ১৫ বছর আগেকার কথা মনে করিয়ে দিলেন ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গাঁধী। বললেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপরাজেয় ভাবার কোনও কারণ নেই। ২০০৪ সালের কথা মনে আছে তো? ওই সময় সবাই ভেবেছিলেন বাজপেয়ীজিই ক্ষমতায় আসছেন। কিন্তু জিতেছিল কংগ্রেসই।’’ লোকসভা নির্বাচনে লড়তে কংগ্রেস প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে রায়বরেলীতে সনিয়া এ দিন সাংবাদিকদের এ কথা বলেন।
২০০৪ সালে সংবাদমাধ্যমের অধিকাংশেরই ধারণা ছিল, ক্ষমতায় আসছে বিজেপির নেতৃত্বে এনডিএ। কিন্তু সেটা ঘটেনি। ক্ষমতায় এসেছিল কংগ্রেস।
রায়বরেলীতে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী সনিয়া গাঁধী। বৃহস্পতিবার। ছবি- এএফপি
এ দিন রায়বরেলীতে তাঁর মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকরা সনিয়াকে প্রশ্ন করেন, ‘‘আপনি কি মনে করেন নরেন্দ্র মোদী অপরাজেয়?’’ সনিয়া জবাব দেন, ‘‘একদমই নয়। ২০০৪ সালের কথা ভুলে যাবেন না। ২০০৪ সালে বাজপেয়ীজিকেও অপরাজেয় বলে মনে হত। কিন্তু আমরাই জিতেছিলাম।’’
আরও পড়ুন- নতুন ‘দেশপ্রেম’ শেখাচ্ছে: সনিয়া
আরও পড়ুন- গোটা গাঁধীনগরে একটা ছবিও নেই, আডবাণীকে শুধু পাওয়া গেল বিজেপি অফিসে প্রেস রুমের দেওয়ালে
এ দিন সনিয়ার সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।
মায়ের কথা শেষ হতে না হতেই রাহুল সাংবাদিকদের বলেন, ‘‘ভারতের রাজনীতিতে অনেকেই নিজেদের অপরাজেয় মনে করেছেন। তাঁদের মনে হয়েছে, তাঁরা দেশের মানুষের চেয়েও উচ্চতায় অনেক বড় হয়ে গিয়েছেন। এমন ঘটনা আগেও ঘটেছে। কিন্তু পরে সবাই বুঝেছেন, মানুষের থেকে বড় কেউই নন।’’
১৯৯৬ সালে প্রথম বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতাসীন হয় কেন্দ্রে। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে। তার পর ১৯৯৮ আর ’৯৯ সালে সরকার গঠন করে বিজেপি। ২০০৪ সালে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরে আসে কংগ্রেস। বামপন্থী ও আরও কয়েকটি দলের সমর্থন নিয়ে।
সেই সময় কংগ্রেস সভানেত্রী ছিলেন সনিয়া। অনেকেই চেয়েছিলেন সনিয়া প্রধানমন্ত্রী হন। কিন্তু সনিয়ার ইচ্ছাতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিংহ।