সাধ্বী প্রজ্ঞা। —ফাইল চিত্র।
রুপোয় মোড়া ইট রেখেছেন ঘরে। অযোধ্যায় রামমন্দির তৈরিতে ব্যবহার করবেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ভোপালের বিজেপির প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। তার হলফনামা থেকেই এমন তথ্য উঠে এসেছে।
আগামী ১২ মে, ষষ্ঠ দফায় ভোপালে নির্বাচন। তার আগে এ দিন নিজের হলফনামায় সাধ্বী জানান, ৪ লক্ষ ৪৪ হাজার ২২৪ টাকার সম্পদ রয়েছে তাঁর। হাতে নগদ রয়েছে ৯০ হাজার টাকা। দু’টি ব্যাঙ্কের খাতায় ৯৯ হাজার ৮২৪ টাকা জমা রয়েছে। গয়নাগাটি রয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ৪০০ টাকার।
ওই গয়নাগাটির মধ্যেই রুপোয় মোড়া ইটটির কথা উল্লেখ করেন সাধ্বী, যা নজর কাড়ে সকলের। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রুপোয় মোড়া ইটটির উপর রামের নাম খোদাই করা রয়েছে। অযোধ্যায় রামমন্দির নির্মাণে সেটি ব্যবহার করতে চান সাধ্বী।
আরও পড়ুন: গুজরাত দাঙ্গায় ধর্ষিতা বিলকিস বানোকে ৫০ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের
আরও পড়ুন: বুথের কাছেই পেটে হাঁসুয়া, কংগ্রেস কর্মীর মৃত্যু ভগবানগোলায়, অভিযুক্ত তৃণমূল
এ ছাড়াও, বিশেষ এনআইএ আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া খুন, খুনের চেষ্টা এবং সন্ত্রাসী মামলার কথাও হলফনামায় উল্লেখ করেন ৪৯ বছর বয়সী সাধ্বী প্রজ্ঞা।