সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ছবি: টুইটার।
সাত দফার নির্বাচনের প্রচার পর্বের শেষে সাংবাদিক বৈঠকে বিজেপি। দিল্লিতে বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ। রয়েছেন বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরাও।
সাত দফার প্রচার পর্ব শেষ। ১৯ মে রবিবার শেষ দফার ভোটগ্রহণ। ফল ঘোষণা ২৩ মে।
তার আগে ফের সরকার গঠনে আশাবাদী বিজেপি। অমিত শাহ বলেন, এ বারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য
• আমি আবারও বলছি, ৩০০-রও বেশি আসন পাব আমরা, মোদীজি আবারও প্রধানমন্ত্রী হবেন
• নাথুরাম গডসে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তিন নেতাকেই নোটিস ধরানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে দলে আলোচনা হয়েছে
• ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থানেও ভাল ফল করবে বিজেপি
• আমরা তো সারা দেশেই লড়ছি, আমাদের জন্য গন্ডগোল হলে সারা দেশেই হত, শুধু পশ্চিমঙ্গেই কেন অশান্তি হচ্ছে, আপনারা মমতাকে প্রশ্ন করুন
• দেড় বছরে বিজেপির ১৮০ জন কর্মী মারা গিয়েছে, মমতার কাছে কী জবাব আছে এর?
• প্রথম দিন থেকে যে উৎসাহ ছিল, শেষ দিন পর্যন্তও সেটা ছিল
• সব কর্মসূচি সম্পূর্ণ হয়েছে
• এত বড় অভিযানে আমার একটা কর্মসূচিও বাতিল হয়নি
• হয়তো সংবাদ মাধ্যমে এই কথা লেখার সুযোগ হবে না, কিন্তু যাঁরা গবেষণা করতে চান, সেটা একটা বিরাট বিষয় হতে পারে
• গণতন্ত্রের এটাই সবচেয়ে বড় শক্তি
• কত বড় পরিশ্রমের পর এই রকম নির্বাচন পরিচালনা করা যায়
• আমাদের সরকারে একটাই বিশেষত্ব ছিল, একদম শেষ প্রান্তের মানুষটির সঙ্গেও যোগাযোগ
• নতুন সরকার আবারও আমরা শুরু করব
• ইমানদারি ১৭ মে থেকেই শুরু হয়ে গিয়েছিল, সাট্টা বাজারে সবাই ডুবে গিয়েছিল
• আমি ফের আপনাদের আশির্বাদ নিতে এসেছি, এবং আমি দেখতে পাচ্ছি, দেশবাসী আগেই সেই সমর্থন দিয়ে রেখেছে
• এর সঙ্গেই দেশবাসীকে ধন্যবাদ দিতে চাই
• পাঁচ বছরে অনেক উত্থান পতন এসেছে, কিন্তু কখনও দেশ অসুরক্ষিত হয়নি
• আমি শুধু এটাই বলেছি, আমি আপনাদের কাছে এসেছি ধন্যবাদ দেওয়ার জন্য
• কিন্তু অন্যরা পরিস্থিতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, নয়তো পারিবারিক সূত্রে
• আমার মতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একই সরকার পরপর দু’বার নির্বাচিত হয়ে আসছে, এটা বিরাট বিষয়
• কিন্তু খুব সুন্দর ছিল নির্বাচন, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন হয়েছে
• আবার এখন সোশ্যাল মিডিয়া এসে যাওয়ায় দ্বিগুণ পরিশ্রম করতে হয়
• একই অবস্থা হয় ভোটের সময় নেতা-নেত্রীদের
• যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন সাংবাদিকদের অবস্থা খুব খারাপ হয়ে যায়
• এটা আমাদের দেশের পরম্পরা, সংস্কৃতি
• আজ যখন সরকার সক্ষম হয়, তখন আইপিএল, নবরাত্রি, রমজান থেকে সব কিছুই শান্তিতে হয়
• আমাগের গণতন্ত্র কত শক্তিশালী, সেটা বিশ্ববাসী দেখেই বুঝতে পারে
• আমি মনে করি, কিছু কথা আমরা সারা দেশের কাছে গর্ব করে বলতে পারি যে, এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র
• আজ লোকজন পাল্টে গিয়েছে, দেখে ভাল লাগছে
• দলের নেতাদের জন্য চা বানাতাম
• প্রথমে তো আমি এই কাজটাই করতাম
অমিত শাহর বক্তব্য
• ৩০০-রও বেশি আসন পাব আমরা, এতে কোনও সন্দেহ নেই
• কারও দুর্নীতির বিষয় মানুষের সামনে আনা আমাদের কর্তব্য, এটাকে নিম্নরুচি বলা সম্ভব নয়
• ২৩ মে যখন ভোটের ফল ঘোষণা হবে, তখনই বোঝা যাবে, দেশে ফের মোদীই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন
• ৩৮০০ বিধানসভা এলাকায় সভা করেছেন মোদী
• তিন দিন এমনও ছিল, যেখাানে ৪০০০ কিলোমিটারেরও বেশি যাত্রা করেছেন প্রধানমন্ত্রী
• এক দিনে ৫-৬টি জনসভাও করেছেন মোদী
• গোটা প্রক্রিয়ায় ১৪২টি নির্বাচনী জনসভা করেছেন, চারটি রোড শো করেছেন
• ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের এমন কোনও জায়গা নেই, যেখানে মোদীজি যাননি
• স্বাধীনতার পর দেশে এটাই সবচেয়ে বড় নির্বাচনী অভিযানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
• ‘ফির এক বার মোদী সরকার’— এই স্লোগানও সাধারণ মানুষের মধ্যেই উঠে এসেছে
• সেই কারণেই তাঁরা বিজেপির নির্বাচনী কার্যক্রমে যোগ দিয়েছেন
• তাঁরা অধিকাংশই বিজেপি কর্মী বা সমর্থক ছিলেন না, তবু তাঁরা চেয়েছেন মোদী ফের প্রধানমন্ত্রী হোন
• প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণে প্রচুর ভলান্টিয়ার আমরা পেয়েছি
• গত ৬ মাসে বিরাট এক কর্মকাণ্ড হয়েছে
• ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগান দেশে বিপুল জনপ্রিয় হয়েছে
• ‘মেরা বুথ সবসে মজবুত’— এই স্লোগান নিয়ে সব বুথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
• বিজেপির নেতা-কর্মীরা কোনও বেতন বা ভাতা ছাড়াই দু’বছর ধরে পরিশ্রম করেছেন
• সারা দেশে ফের বিজেপির পক্ষেই রায় দেবেন সাধারণ মানুষ
• সারা দেশে ১৮ কমিটি গঠন করা হয়েছিল
• ১৬ জানুয়ারি ভোটের প্রচার অভিযান শুরু হয়েছিল
• এ বারই প্রথম কোনও সরকাররের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই