Lok Sabha Election 2019

শুধু পশ্চিমবঙ্গেই কেন হিংসা হচ্ছে, প্রশ্ন করুন মমতাজিকে, তোপ অমিত শাহের

সাত দফার প্রচার পর্ব শেষ। ১৯ মে রবিবার শেষ দফার ভোটগ্রহণ। ফল ঘোষণা ২৩ মে।

Advertisement
শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ১৬:৪৬
Share:

সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ছবি: টুইটার।

সাত দফার নির্বাচনের প্রচার পর্বের শেষে সাংবাদিক বৈঠকে বিজেপি। দিল্লিতে বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ। রয়েছেন বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরাও।

Advertisement

সাত দফার প্রচার পর্ব শেষ। ১৯ মে রবিবার শেষ দফার ভোটগ্রহণ। ফল ঘোষণা ২৩ মে।

তার আগে ফের সরকার গঠনে আশাবাদী বিজেপি। অমিত শাহ বলেন, এ বারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

• আমি আবারও বলছি, ৩০০-রও বেশি আসন পাব আমরা, মোদীজি আবারও প্রধানমন্ত্রী হবেন

• নাথুরাম গডসে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তিন নেতাকেই নোটিস ধরানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে দলে আলোচনা হয়েছে

• ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থানেও ভাল ফল করবে বিজেপি

• আমরা তো সারা দেশেই লড়ছি, আমাদের জন্য গন্ডগোল হলে সারা দেশেই হত, শুধু পশ্চিমঙ্গেই কেন অশান্তি হচ্ছে, আপনারা মমতাকে প্রশ্ন করুন

• দেড় বছরে বিজেপির ১৮০ জন কর্মী মারা গিয়েছে, মমতার কাছে কী জবাব আছে এর?

• প্রথম দিন থেকে যে উৎসাহ ছিল, শেষ দিন পর্যন্তও সেটা ছিল

• সব কর্মসূচি সম্পূর্ণ হয়েছে

• এত বড় অভিযানে আমার একটা কর্মসূচিও বাতিল হয়নি

• হয়তো সংবাদ মাধ্যমে এই কথা লেখার সুযোগ হবে না, কিন্তু যাঁরা গবেষণা করতে চান, সেটা একটা বিরাট বিষয় হতে পারে

• গণতন্ত্রের এটাই সবচেয়ে বড় শক্তি

• কত বড় পরিশ্রমের পর এই রকম নির্বাচন পরিচালনা করা যায়

• আমাদের সরকারে একটাই বিশেষত্ব ছিল, একদম শেষ প্রান্তের মানুষটির সঙ্গেও যোগাযোগ

• নতুন সরকার আবারও আমরা শুরু করব

• ইমানদারি ১৭ মে থেকেই শুরু হয়ে গিয়েছিল, সাট্টা বাজারে সবাই ডুবে গিয়েছিল

• আমি ফের আপনাদের আশির্বাদ নিতে এসেছি, এবং আমি দেখতে পাচ্ছি, দেশবাসী আগেই সেই সমর্থন দিয়ে রেখেছে

• এর সঙ্গেই দেশবাসীকে ধন্যবাদ দিতে চাই

• পাঁচ বছরে অনেক উত্থান পতন এসেছে, কিন্তু কখনও দেশ অসুরক্ষিত হয়নি

• আমি শুধু এটাই বলেছি, আমি আপনাদের কাছে এসেছি ধন্যবাদ দেওয়ার জন্য

• কিন্তু অন্যরা পরিস্থিতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, নয়তো পারিবারিক সূত্রে

• আমার মতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একই সরকার পরপর দু’বার নির্বাচিত হয়ে আসছে, এটা বিরাট বিষয়

• কিন্তু খুব সুন্দর ছিল নির্বাচন, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন হয়েছে

• আবার এখন সোশ্যাল মিডিয়া এসে যাওয়ায় দ্বিগুণ পরিশ্রম করতে হয়

• একই অবস্থা হয় ভোটের সময় নেতা-নেত্রীদের

• যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন সাংবাদিকদের অবস্থা খুব খারাপ হয়ে যায়

• এটা আমাদের দেশের পরম্পরা, সংস্কৃতি

• আজ যখন সরকার সক্ষম হয়, তখন আইপিএল, নবরাত্রি, রমজান থেকে সব কিছুই শান্তিতে হয়

• আমাগের গণতন্ত্র কত শক্তিশালী, সেটা বিশ্ববাসী দেখেই বুঝতে পারে

• আমি মনে করি, কিছু কথা আমরা সারা দেশের কাছে গর্ব করে বলতে পারি যে, এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র

• আজ লোকজন পাল্টে গিয়েছে, দেখে ভাল লাগছে

• দলের নেতাদের জন্য চা বানাতাম

• প্রথমে তো আমি এই কাজটাই করতাম

অমিত শাহর বক্তব্য

• ৩০০-রও বেশি আসন পাব আমরা, এতে কোনও সন্দেহ নেই

• কারও দুর্নীতির বিষয় মানুষের সামনে আনা আমাদের কর্তব্য, এটাকে নিম্নরুচি বলা সম্ভব নয়

• ২৩ মে যখন ভোটের ফল ঘোষণা হবে, তখনই বোঝা যাবে, দেশে ফের মোদীই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন

• ৩৮০০ বিধানসভা এলাকায় সভা করেছেন মোদী

• তিন দিন এমনও ছিল, যেখাানে ৪০০০ কিলোমিটারেরও বেশি যাত্রা করেছেন প্রধানমন্ত্রী

• এক দিনে ৫-৬টি জনসভাও করেছেন মোদী

• গোটা প্রক্রিয়ায় ১৪২টি নির্বাচনী জনসভা করেছেন, চারটি রোড শো করেছেন

• ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের এমন কোনও জায়গা নেই, যেখানে মোদীজি যাননি

• স্বাধীনতার পর দেশে এটাই সবচেয়ে বড় নির্বাচনী অভিযানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

• ‘ফির এক বার মোদী সরকার’— এই স্লোগানও সাধারণ মানুষের মধ্যেই উঠে এসেছে

• সেই কারণেই তাঁরা বিজেপির নির্বাচনী কার্যক্রমে যোগ দিয়েছেন

• তাঁরা অধিকাংশই বিজেপি কর্মী বা সমর্থক ছিলেন না, তবু তাঁরা চেয়েছেন মোদী ফের প্রধানমন্ত্রী হোন

• প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণে প্রচুর ভলান্টিয়ার আমরা পেয়েছি

• গত ৬ মাসে বিরাট এক কর্মকাণ্ড হয়েছে

• ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগান দেশে বিপুল জনপ্রিয় হয়েছে

• ‘মেরা বুথ সবসে মজবুত’— এই স্লোগান নিয়ে সব বুথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

• বিজেপির নেতা-কর্মীরা কোনও বেতন বা ভাতা ছাড়াই দু’বছর ধরে পরিশ্রম করেছেন

• সারা দেশে ফের বিজেপির পক্ষেই রায় দেবেন সাধারণ মানুষ

• সারা দেশে ১৮ কমিটি গঠন করা হয়েছিল

• ১৬ জানুয়ারি ভোটের প্রচার অভিযান শুরু হয়েছিল

• এ বারই প্রথম কোনও সরকাররের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement