মোদীর প্রচারে শিশু, অভিযোগ কমিশনে

কাজের ফিরিস্তি হিসেবেও ইংরেজি বর্ণমালার ‘এ টু জ়েড’ ধরে ধরে প্রধানমন্ত্রীর বিবিধ প্রকল্পের নাম গড়গড়িয়ে বলে চলেছে ওই শিশু। শেষটায় মোদীর জন্য ভোট চাইতেও কসুর করছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ০৩:১৯
Share:

ছবি: সংগৃহীত।

নেট-রাজ্যে ছড়ানো ভিডিয়োয় আধো আধো বুলিতে নরেন্দ্র মোদীর কাজের ফিরিস্তি দিচ্ছে একটি শিশু। শিক্ষিকার প্রশ্নের জবাবে ঝটপট দেশের নাম, প্রধানমন্ত্রীর নাম ঠিকঠাক বলতে বলতেই সে জানিয়ে দিচ্ছে, মোদীর প্রতি তার ভালবাসা কেন!

Advertisement

এবং কাজের ফিরিস্তি হিসেবেও ইংরেজি বর্ণমালার ‘এ টু জ়েড’ ধরে ধরে প্রধানমন্ত্রীর বিবিধ প্রকল্পের নাম গড়গড়িয়ে বলে চলেছে ওই শিশু। শেষটায় মোদীর জন্য ভোট চাইতেও কসুর করছে না। এমনই কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে নাবালকদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে এ বার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। বিজেপি বেআইনি ভাবে শিশুদের দিয়ে প্রচার করানোয় সরব হয়েছে তারা। নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটের প্রচারে নাবালকদের ব্যবহার করা বেআইনি বা বিধিবহির্ভূত কাজ।

শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জানান, ২০১৫ সালের জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী স্বার্থসিদ্ধির কাজে শিশুদের ব্যবহার করা গর্হিত। ওই ভিডিয়োয় যে-ভাবে নাবালকদের ব্যবহার করা হচ্ছে, তা শিশুদের অধিকারভঙ্গের শামিল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‘বিজ্ঞাপনের শিশুটি তো অভিনেতা। সে একটি চরিত্রের হয়ে কথা বলছে। শিশু সুরক্ষা অধিকার কমিশনের কর্তারা হয় তৃণমূলের এজেন্ট, নইলে নিজেরা শিশুর মতো যুক্তি দিচ্ছেন!’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement