—ফাইল চিত্র।
ভোটের পর এবং ফল প্রকাশের আগে বিরোধীদের একজোট করে ২১ তারিখ বৈঠকের পরিকল্পনা করছেন রাহুল গাঁধী। কিন্তু তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, ফলের আগে এই ধরনের বৈঠকে তাঁরা আগ্রহী নন। সম্প্রতি কলকাতায় টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে বৈঠক হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টিডিপি-র জাতীয় মুখপাত্র কুম্ভপতি রামমোহন রাও (যিনি নায়ডুর সঙ্গে পশ্চিমবঙ্গ সফরে গিয়েছিলেন) আজ এ কথা জানিয়েছেন। হায়দরাবাদে রাও জানান, প্রায় ৪৫ মিনিট জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছেন দু’জনের। ওই আলোচনায় মমতা চন্দ্রবাবুকে অনুরোধ করেছেন বৈঠক পিছিয়ে দেওয়ার জন্য। টিডিপি মুখপাত্রের কথায়, মমতা জানিয়েছেন, ফল গণনার আগে পর্যন্ত সমস্ত বিরোধী দলগুলিকে কড়া নজর রাখতে হবে স্ট্রং রুমে রাখা ইভিএমগুলির নিরাপত্তার দিকে। ফলে ওই সময় অন্য কর্মসূচি রাখা ঠিক নয়। একা মমতা নন, বিএসপি নেত্রী মায়াবতীও ভোটের ফল জানার আগে রাহুলের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে অংশ নিতে গররাজি বলে খবর।
কলকাতা যাওয়ার আগে চন্দ্রবাবু কথা বলে গিয়েছিলেন রাহুল গাঁধীর সঙ্গে। ২১ তারিখ বৈঠকের বিষয়টি তিনি সবিস্তার জানান মমতাকে। তবে এর আগেই মমতা শিবির থেকে বলা হয়েছে, ফল বেরোনোর আগে বিরোধী নেতাদের সঙ্গে সরকার গড়া নিয়ে আগাম আলোচনায় নারাজ নেত্রী। কার ঝুলিতে কত আসন রয়েছে, তা দেখেই পদক্ষেপ করতে চান তিনি।
গত বৃহস্পতিবারও খড়্গপুরে চন্দ্রবাবুর এক প্রতিনিধিকে মমতা জানিয়েছেন, ন্যূনতম অভিন্ন কর্মসুচিই এখন অগ্রাধিকার। ফল জানার পরে তা নিয়েই বিরোধীদের মধ্যে আলোচনা হওয়ার প্রয়োজন।