জামাই ঠকিয়েছেন, কাজটা করলেন রামগোপাল!

সিনেমার নন, তিনি এন টি রাম রাওয়ের সত্যিকারের লক্ষ্মীপার্বতী।

Advertisement

অঞ্জন সাহা

হায়দরাবাদ শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০২:০৬
Share:

হায়দরাবাদের রাস্তায় লক্ষ্মীস এনটিআর ছবির সেই পোস্টার। নিজস্ব চিত্র

মোবাইল নম্বরটি যিনি দিয়েছিলেন, বলেছিলেন রাত ন’টার পরে ফোন করতে। কারণ, ম্যাডাম হায়দরাবাদে নেই। গিয়েছেন অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় ভোটের প্রচার করতে। ফোন করতেই গলা ভেসে এল যাঁর, সিনেমার নন, তিনি এন টি রাম রাওয়ের সত্যিকারের লক্ষ্মীপার্বতী। যিনি চির প্রতিদ্বন্দ্বী চন্দ্রবাবু নায়ডুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে জগন্মোহন রেড্ডির হয়ে এই মুহূর্তে ঝোড়ো প্রচার চালাচ্ছেন অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায়।

Advertisement

প্রশ্ন: অন্ধ্রপ্রদেশে এ বার কী হতে চলেছে? চন্দ্রবাবু নায়ডু কি ফিরে আসতে পারবেন?

লক্ষ্মীপার্বতী: চন্দ্রবাবুর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এ রাজ্যের মানুষ ওঁকে আর চান না। সে জন্যই তো জগন্মোহন রেড্ডির সভায় এত ভিড়। আসলে আমার জামাই এনটিআর এবং আমাকে ঠকিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মানুষকেও ঠকিয়েছেন। অনেক কথা বলেছিলেন। কিছুই করেননি। অথচ রাজশেখর রেড্ডিকে দেখুন। যা বলেছিলেন, তার অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। সে জন্যই তো মানুষ এখন জগনের কথা শুনতে চাইছে।

Advertisement

প্রশ্ন: আপনি জগনের হয়ে প্রচারে কী বলছেন?

লক্ষ্মীপার্বতী: এটাই বলছি, চন্দ্রবাবু আমাদের ঠকিয়েছেন। এত প্রতিশ্রুতি দিয়ে রাখেননি কিছুই। দয়া করে ওঁকে আর ক্ষমতায় ফিরতে দেবেন না।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্রশ্ন: দিল্লিতে বিকল্প তৈরি করতে চন্দ্রবাবু বেশ কিছু আঞ্চলিক দলের সঙ্গে জোট বেঁধেছেন। এই চেষ্টা সফল হবে বলে মনে হয়?

লক্ষ্মীপার্বতী: চন্দ্রবাবু এ বার কিছু করতে পারবেন না। অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিকে কারা সমর্থন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করছেন? আর দেখুন, এনটিআর চিরকাল কংগ্রেসের সঙ্গে লড়েছেন। চন্দ্রবাবু এখন তাঁদেরই হাত ধরেছেন!

প্রশ্ন: শুনেছি আপনি অভিযোগ করেছেন, এনটিআরকে ভারতরত্ন দেওয়ার কোনও চেষ্টা করেননি চন্দ্রবাবু?

লক্ষ্মীপার্বতী: দেবগৌড়া, গুজরাল যখন প্রধানমন্ত্রী ছিলেন, তাঁদের সঙ্গে ভাল সম্পর্ক ছিল চন্দ্রবাবুর। আমি বারবার বলেছি, এনটিআরকে ভারতবত্ন দেওয়া হোক। কিন্তু সেটা হয়নি। পরে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি যখন বিষয়টা তুলি, উনি বলেন, ম্যাডাম ব্যাপারটা সিক্রেট। তবে আপনাকে বলছি, এই দাবি কিন্তু চন্দ্রবাবু নায়ডু একবারের জন্যও করেননি।

প্রশ্ন: হায়দরাবাদের রাস্তায় ঘুরতে ঘুরতে দেখছি, প্রায় প্রতিটি বাসস্ট্যান্ডে একটাই সিনেমার পোস্টার, লক্ষ্মীস এনটিআর। সিনেমাটা দেখেছেন?

লক্ষ্মীপার্বতী: (হাসি। বেশ কিছু ক্ষণ ধরে) ঘটনা তো সব সত্যি।

প্রশ্ন, সিনেমাটা দে‌খে প্রথম কী প্রতিক্রিয়া হল?

লক্ষ্মীপার্বতী: তেইশ বছর ধরে লড়ছি। কিন্তু যে সব কথা বলছিলাম, অনেককেই বোঝাতে পারিনি। এনটিআরকে এত ভালবাসতাম, তাই সিনেমাটা দেখে নিজেকে সামলাতে পারিনি। কেঁদেছি অনেক ক্ষণ ধরে। এত বছর ধরে লড়লাম। সত্যি, রামগোপাল বর্মা কাজটা করে দিলেন।

প্রশ্ন: সম্ভবত গত বছরেই আপনি প্রয়াত এনটিআরের উদ্দেশে চিঠি লিখেছিলেন, রাজ্যকে উদ্ধার করতে ফিরে আসার জন্য। আপনার কি আশা, জগন আপনার স্বপ্ন সফল করবেন?

লক্ষ্মীপার্বতী: জগন করবেন কি না জানি না, তবে রামগোপাল বর্মা করে দিয়েছেন।

প্রয়াত এন টি রাম রাওয়ের দ্বিতীয় স্ত্রী জানান, গত এক মাস ধরেই তিনি চন্দ্রবাবুর বিরুদ্ধে ভোটের প্রচার শুরু করেছেন। পশ্চিম গোদাবরী থেকে কৃষ্ণা জেলা, তার পরে যাবেন গুন্টুর, প্রকাশম। ভোটের ঠিক আগে ৯-১০ তারিখে ফিরবেন হায়দরাবাদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement