ময়দানে ফের কেসিআর

তবে রাও কিছু দিন থেকেই প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে মন্তব্য করেছেন। এ বার আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে জোট গড়ে লড়ছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০১:২৮
Share:

লোকসভা ভোটের পরে আঞ্চলিক দলগুলির সরকার গড়ার সম্ভাবনাকে মাথায় রেখে ফের মাঠে নামছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এইচ ডি কুমারস্বামী, জগন্মোহন রেড্ডি ও এম কে স্ট্যালিনের মতো নেতাদের সঙ্গে কথা বলতে উদ্যোগী হয়েছেন তিনি।

Advertisement

তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) একটি সূত্রের মতে, এখনও যা ইঙ্গিত, তাতে এনডিএ কিংবা ইউপিএ— কেউই কেন্দ্রে সরকার গড়তে পারবে না। বরং উত্তরপ্রদেশে অখিলেশ যাদব-মায়াবতী, ওড়িশায় নবীন পট্টনায়ক, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডি, তেলঙ্গানায় চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের দল মিলে ১৫০ থেকে ১৮০টি আসন পেতে পারে। সে ক্ষেত্রে নিজেদের জোট গড়তে পারলে কেন্দ্রে সরকার গড়ার দাবিদার হয়ে উঠবে এই আঞ্চলিক দলগুলি। সেই লক্ষ্যেই এগোতে চাইছেন রাও। টিআরএস প্রধান এর আগেও ‘ফেডারেল ফ্রন্ট্র’-এর প্রস্তাব নিয়ে স্ট্যালিন, মমতা, কুমারস্বামীদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু সে ভাবে এগোতে পারেননি তিনি। বরং নোট বাতিল, জিএসটিকে সমর্থন করায় তাঁকে নরেন্দ্র মোদীর ছায়া হিসেবেই দেখেছেন বিরোধী দলগুলির অনেক নেতা।

তবে রাও কিছু দিন থেকেই প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে মন্তব্য করেছেন। এ বার আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে জোট গড়ে লড়ছেন তিনি। যা নিয়ে বিজেপির শীর্ষ নেতারাও তাঁকে আক্রমণ করছেন। প্রচারেও কেসিআর বলেছেন, বিজেপি ও কংগ্রেস দীর্ঘ দিন সরকারে থাকলেও মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ফলে এ বার এই দলগুলি নয়, সরকার গড়ুক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আঞ্চলিক দলগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement