ভারতে রোজগারের সুযোগই যে ভোটারদের সবচেয়ে বড় ভাবনা, মার্কিন সংস্থার সমীক্ষাতেও উঠে এল তা। ‘পিউ রিসার্চ সেন্টার’ তাদের সাম্প্রতিক সমীক্ষার ভিত্তিতে জানাচ্ছে, ভারতে ৭৬ শতাংশ মানুষ মনে করছেন কর্মসংস্থানই দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ৭৩ শতাংশের মতে জিনিসপত্রের দাম বেড়ে চলাটা খুব বড় সমস্যা। শতকরা ৬৬ জন অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশের মতে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী-আমলারা দেশের বড় সমস্যা। সন্ত্রাস বড় সমস্যা ৬৫ শতাংশের মতে। অপরাধকে বড় সমস্যা মনে করেন শতকরা ৬৪ জন। তবে মোদী জমানার শেষ দু’বছরে এ সব নিয়ে উদ্বিগ্ন মানুষের সংখ্যাটা কমেছে।
২০১৭ সালের তুলনায় ভোটের বছরে অপরাধ নিয়ে চিন্তিত মানুষের সংখ্যা কমেছে ২০ শতাংশ, সন্ত্রাসের প্রশ্নে ১১ শতাংশ ও দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী সম্পর্কে ৮ শতাংশ কম মানুষ অসন্তোষ জানিয়েছেন। তবে বিদেশের সঙ্গে বাণিজ্য ও ব্যবসার সুবিধার নিরিখে সামগ্রিক ভাবে দেশের অর্থনীতি ঠিক পথে চলছে বলে মত জানিয়েছেন ৬৫ শতাংশ। ২০ বছর আগের তুলনায় আমজনতার আর্থিক পরিস্থিতি ভাল হয়েছে।
সন্দেহ নেই, সমীক্ষার এই দিকগুলিকে নরেন্দ্র মোদীর সরকারের ইতিবাচক দিক হিসেবেই তুলে ধরতে চাইবে বিজেপি। কিন্তু ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সমীক্ষার অন্য কিছু তথ্য অস্বস্তিতে রাখতে পারে তাদের। যেমন, প্রতি পাঁচ জনে মাত্র এক জন (২১%) মনে করেন, মোদী জমানায় কাজের সুযোগ বেড়েছে। ৬৭ শতাংশের মতে পরিস্থিতি খারাপ হয়েছে গত পাঁচ বছরে। মোদীর পাঁচ বছরে জিনিস ও পরিষেবার দাম, দুর্নীতি ও সন্ত্রাসের সমস্যা কমেছে বলে মত জানিয়েছেন যথাক্রমে ১৯, ২১ ও ২১ শতাংশ মানুষ। উল্টো দিকে ৬৫ শতাংশ মানুষ মনে করে মূল্য-পরিস্থিতি ও দুর্নীতির সমস্যা বিগত ইউপিএ জমানার চেয়ে খারাপ হয়েছে চলতি সরকারের আমলে। পুলওয়ামা হামলার প্রায় ৯ মাস আগে করা এই সমীক্ষাতেও ৫৯ শতাংশ মানুষ জানান, সন্ত্রাসের সমস্যা এই জমানায় বেড়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে বলে ধারণা ২৮ শতাংশের। উল্টোটা হয়েছে বলে মত শতাংশের।
ভোটের মুখে ভাবনা
পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা
• সামগ্রিক ভাবে দেশের অর্থনীতি ঠিক পথে চলছে, মত ৬৫ শতাংশের
• রোজগারই দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন ৭৬ শতাংশ
• ৬৫ শতাংশের মতে, দাম ও দুর্নীতি পরিস্থিতি খারাপ হয়েছে এই জমানায়
• ৫৯ শতাংশ মানুষ জানিয়েছেন, সন্ত্রাসের সমস্যা বেড়েছে
আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
ধনী ও গরিবের মধ্যে বিত্তের ফারাক কি কমেছে? নেমেছে বাতাসে দূষণের মাত্রা? দুই প্রশ্নেই না বলেছেন অর্ধেকের বেশি। হ্যাঁ বলেছেন শতকরা ২৭ জন।
পিউ রিসার্চ সেন্টার এই সমীক্ষা চালিয়েছে ২০১৮-র ২৩ মে থেকে ২৩ জুলাইয়ের মধ্যে। সমীক্ষায় মতামত নেওয়া হয়েছে মোট ২৫২১ জনের। তার পরে পুলওয়ামা হামলা, বালাকোট অভিযান কিছু দিনের জন্য পাকিস্তান বিরোধিতা বা জাতীয়তাবাদী ভাবাবেগ আলোচনার কেন্দ্রে উঠে এলেও রুটি-রুজির সমস্যাই যে ভোটারদের বেশি ভাবাচ্ছে, সেটা উঠে এসেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর সাম্প্রতিক সমীক্ষাতেও। অক্টোবর থেকে ডিসেম্বরে ৫৪৩টি লোকসভা কেন্দ্রে ২ লক্ষ ৭৩ হাজারের বেশি ভোটারের উপরে সমীক্ষা চালিয়ে তারা জানিয়েছে, সন্ত্রাস বা সেনার ক্ষমতাকে খুব গুরুত্ব দেন, এমন মানুষের সংখ্যাটা ৪ শতাংশের নীচে। আর রোজগারের সুযোগ কতটা মিলবে বা বাড়বে, সেটাই ভোটের মূল ভাবনা তাঁদের কাছে ৪৬.৮ শতাংশের কাছে। পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষার ফলও প্রায় একই বার্তা দিল মোদী ও তাঁর বিরোধীদের।