লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা ১০ বা ১১ই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন প্রায় রোজই নতুন নতুন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করছেন। আগামী ৮ মার্চ পর্যন্ত তাঁর এই কর্মসূচি রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৩:২২
Share:

প্রতীকী ছবি।

আগামী ১০ বা ১১ মার্চ নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে। রাজনৈতিক সূত্রের খবর তেমনই।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন প্রায় রোজই নতুন নতুন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করছেন। আগামী ৮ মার্চ পর্যন্ত তাঁর এই কর্মসূচি রয়েছে। ওই দিন প্রধানমন্ত্রী রেলের দিল্লি-মেরঠ ‘র‌্যাপিড ট্রানজিট সিস্টেম’-এর শিলান্যাস করবেন। একই দিনে ভিডিয়ো কনফারেন্সে কানপুরের মেট্রো রেলের শিলান্যাস এবং লখনউয়ের মেট্রো রেলের উদ্বোধন করার কথা তাঁর।

লোকসভা ভোট ঘোষণা হয়ে গেলেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যায়। তখন প্রধানমন্ত্রীর পক্ষে এই ধরনের কোনও প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করা সম্ভব নয়। ফলে ৮ মার্চের আগে যে ভোট ঘোষণা হবে না, তা কার্যত নিশ্চিত।

Advertisement

সরকারি সূত্রের খবর, আগামী ৬ মার্চ প্রধানমন্ত্রী ‘প্রগতি’ বৈঠক করবেন। অর্থাৎ ভিডিয়ো কনফারেন্সে বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন তিনি। ওই দিনই কেন্দ্রীয় সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক হতে পারে। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন। লোকসভা ভোটের সঙ্গেই জম্মু-কাশ্মীরের বিধানসভার ভোট করা সম্ভব হবে কি না, তা যাচাই করতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার দু’দিনের জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছে। আগামী ৪ মার্চ শ্রীনগরে এবং ৫ মার্চ জম্মুতে সরকারি কর্তা এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement