তেজকে নিয়ে চুপ কেন, প্রশ্ন বিজেপির

গত কালই বিজেপি সাংবাদিক সম্মেলন করে এই ভিডিয়ো সামনে আনে। আজ আর এক দফায় সাংবাদিক বৈঠক করে বিজেপি বলে, অরবিন্দ কেজরীবালকে ‘সাজানো’ চড় মারার রেশ গোটা বিরোধী শিবিরে ছড়িয়ে পড়েছে। কিন্তু একদিন পেরিয়ে গেল, প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষার ঘটনা সামনে আসার পরেও রাহুল-অখিলেশ-মায়াবতীরা চুপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০৩:০৮
Share:

তেজবাহাদুর যাদব

বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন বিএসএফ থেকে বরখাস্ত হওয়া জওয়ান তেজবাহাদুর যাদব। কিন্তু তাঁর মনোনয়ন খারিজ হয়েছে। এরই মধ্যে গোপন ক্যামেরায় বন্দি ভিডিয়ো দেখিয়ে বিজেপি দাবি করল, ৫০ কোটি টাকা নিয়ে তিন দিনের মধ্যে নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষছেন তেজবাহাদুর।

Advertisement

গত কালই বিজেপি সাংবাদিক সম্মেলন করে এই ভিডিয়ো সামনে আনে। আজ আর এক দফায় সাংবাদিক বৈঠক করে বিজেপি বলে, অরবিন্দ কেজরীবালকে ‘সাজানো’ চড় মারার রেশ গোটা বিরোধী শিবিরে ছড়িয়ে পড়েছে। কিন্তু একদিন পেরিয়ে গেল, প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষার ঘটনা সামনে আসার পরেও রাহুল-অখিলেশ-মায়াবতীরা চুপ।

বিজেপির অভিযোগ, ভিডিয়োতে হাফিজ সইদ, লস্কর, হিজবুলের কথাও শোনা যাচ্ছে। বারাণসীতে তেজবাহাদুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। বারাণসীতে ভোটে লড়তে না পেরে তেজবাহাদুর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ। তার শুনানি হবে কালই। প্রশান্ত ভূষণ তাঁর আইনজীবী। প্রশান্ত আগেই জানিয়েছেন, কাউকে বরখাস্ত করা হলেও ভোটে লড়ার অধিকার কেড়ে নেওয়া যেতে পারে না। এরই মধ্যে এই ভিডিয়ো বিড়ম্বনা বাড়ল তেজবাহাদুরের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement