অখিলেশ যাদব। —ফাইল চিত্র।
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এক কালের প্রবল প্রতিপক্ষ বিএসপির সঙ্গে জোট গড়েছিলেন আগেই। সেই জোট নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল মুলায়ম সিংহ যাদবের। সে আপত্তি আমল না দিলেও ভোটে জেতার জন্য সেই বাবাকেই ভরসা করলেন অখিলেশ যাদব। গত বার ভোটে মুলায়মের জিতে আসা আজমগড় থেকেই এ বার প্রার্থী হচ্ছেন অখিলেশ। এর আগে কনৌজ থেকে লাগাতার তিনবার জয়ী হয়েছেন অখিলেশ। তবে এই প্রথম রাজ্যের পূর্বের কোনও আসন থেকে ভোটে দাঁড়াচ্ছেন তিনি।
রবিবার ৪০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে সমাজবাদী পার্টি। তাতে অখিলেশের পাশাপাশি নাম রয়েছে দলের বিতর্কিত নেতা আজম খানেরও। যে রামপুর থেকে বিধায়ক ন’বার বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি, লোকসভা নির্বাচনে সেই রামপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। ২০১২ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নিজের কনৌজের আসনটি স্ত্রী ডিম্পলকে ছেড়ে দেন অখিলেশ। এ বছরও সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ডিম্পল।
এসপির প্রার্থীতালিকায় নাম রয়েছে অখিলেশ যাদবের দুই খুড়তুতো ভাই ধর্মেন্দ্র যাদব এবং অক্ষয় যাদবেরও। এর আগে তিন তিনবার বদায়ুঁ থেকে জয়ী হয়েছেন ধর্মেন্দ্র। এ বারও ওই আসন থেকেই দাঁড়াবেন তিনি। গতবার জেতা ফিরোজাবাদ থেকে লড়বেন অক্ষয়।
আরও পড়ুন: পাকিস্তানে দুই বোনকে অপহরণ করে ধর্মান্তর! জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ
আরও পড়ুন: একা লড়ে কেমন হবে, জেনে গেলেন রাহুল
২০১৪-র নির্বাচনে আজমগড় এবং মইনপুরী, এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এসপি কুলপতি মুলায়ম সিংহ যাদব। সে বার মোদী ঝড়ে সমস্ত বিরোধীরা খড়কুটোর মতো উড়ে গেলেও, মুসলিম ও যাদব ভোটে ভর করে আজমগড় থেকে ৬৩ হাজার ভোটে জয়ী হয়েছিলেন মুলায়ম। মইনপুরী থেকেও জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু পরে আসনটি ছেড়ে দেন। এ বার তাঁর জেতা আজমগড়ের সেই নিরাপদ আসনটিকেই বেছে নিয়েছেন অখিলেশ। মুলায়মকে দেওয়া হয়েছে মইনপুরী আসনটি। তবে ভেবেচিন্তেই আজমগড় আসনটি অখিলেশ বেছে নিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। গত তিন দশকে মুসলিম ও যাদব প্রার্থী ছাড়া অন্য কেউ সেখানে জয়ী হতে পারেননি। ২০১৪-র নির্বাচনে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি সেখানে ৬৩ শতাংশ ভোট পেয়েছিল। তুলনায় বিজেপির রমাকান্ত যাদব পেয়েছিলেন ২৯ শতাংশ ভোট।
দলের রাশ হাতে নেওয়া এবং ২০১৭-র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা নিয়ে গত কয়েক বছরে বাবা মুলায়ম ও কাকা শিবপাল যাদবের সঙ্গে দূরত্ব বেড়েছে অখিলেশ যাদবের। এ ব্যাপারে শুরু থেকেই ভাইপোর পাশে দাঁড়িয়েছিলেন রামগোপাল যাদব। আসন্ন নির্বাচনে তাঁর হাতে দলের প্রচারের ভার তুলে দিয়েছেন অখিলেশ। এসপির হয়ে প্রচার করতে দেখা যাবে জয়া বচ্চনকেও। তবে প্রচারের প্রথম তালিকায় জায়গা হয়নি মুলায়ম সিংহ যাদবের। দ্বিতীয় তালিকায় তাঁর নাম যোগ করা হয়।
(কী বললেন প্রধানমন্ত্রী, কী বলছে সংসদ- দেশের রাজধানীর খবর, রাজনীতির খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)