আপ ছেড়ে গেরুয়া শিবিরে অনিল বাজপেয়ী। ছবি: সংগৃহীত।
দিল্লির সাতটি আসনে লোকসভা নির্বাচনের আগেই বিজেপি-তে যোগ দিলেন আম আদমি পার্টির বিধায়ক।
শুক্রবার বিজেপি-র সহ-সভাপতি শ্যাম জাজু এবং কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গয়ালের উপস্থিতিতে গেরুয়া শিবিরে আসেন অনিল বাজপেয়ী। দল ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, “১৫ বছর ধরে আপের সঙ্গে রয়েছি। তবে সম্প্রতি দলীয় কার্যকলাপের অদ্ভুত ধরণ দেখে এবং অসম্মানিত হয়ে আমি ব্যথিত।
দিন কয়েক আগেই বিজেপি-র বিরুদ্ধে ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগ এনেছিল আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল তো বটেই, আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াও অভিযোগ করেছিলেন, দলীয় নেতাদের নিজেদের শিবিরে টানতে বিপুল পরিমাণ অর্থের প্রলোভন দেখাচ্ছে বিজেপি। গত বুধবার সিসৌদিয়া দাবি করেন, শিবির বদল করতে দলের সাত জন বিধায়ককে ১০ লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন দিল্লির বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: দুই বিপরীত পরিস্থিতির পাশাপাশি অবস্থান আর অশান্ত বঙ্গোপসাগর: বার বার ঘনাবে ঘূর্ণিঝড়
আরও পড়ুন: ভাইয়ের সঙ্গে বাড়ছে দূরত্ব, ভোট প্রচারে তেজপ্রতাপ বলছেন, ‘আমিই দ্বিতীয় লালুপ্রসাদ’
এই আবহেই শুক্রবার বিজেপিতে যোগ দিলেন গাঁধীনগর কেন্দ্রের বিধায়ক তথা আপ নেতা অনিল বাজপেয়ী। ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর পাল্টা দাবি, কেজরীবালের এ ধরনের অভিযোগ করে পরে ক্ষমা চাওয়ার অভ্যাস রয়েছে।
অর্থের প্রলোভন দেখিয়ে বিধায়ক কেনার অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গয়ালের মন্তব্য, আপ নেতারা ‘অপমানিত হয়ে হতাশায়’ দল ছাড়ছেন। সেই সঙ্গে তাঁর আরও দাবি, দলবদলের জন্য সাত জন নয়, কমপক্ষে ১৪ জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন।
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)