Murder

Murder: টাকা নিয়ে ঝামেলা, তরুণীকে কুপিয়ে খুন লিভ-ইন সঙ্গীর!

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম হরিশ। আগে অটোরিকশা সারানোর কাজ করতেন। গত বছর তাঁর কাজ চলে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:১০
Share:

পুলিশ সূত্রে খবর, বছর ঊনিশের তরুণী বীনার সঙ্গে গত তিন বছর ধরে লিভ-ইন সম্পর্ক ছিল হরিশ নামে এক যুবকের। প্রতীকী ছবি।

আর্থিক টানাপড়েনের জেরে এক তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির মেহেরৌলিতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বছর ঊনিশের তরুণী বীণার সঙ্গে গত তিন বছর ধরে লিভ-ইন সম্পর্ক ছিল হরিশ নামে এক যুবকের। আগে অটোরিকশা সারানোর কাজ করতেন। গত বছর তাঁর কাজ চলে যায়। ফলে সংসারে একটি আর্থিক টানাপড়েন শুরু হয়। যা নিয়ে বীণা এবং হরিশের সঙ্গে প্রায়ই অশান্তি লেগে থাকত।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সেই অশান্তি চরমে ওঠে। বীণা তখন হরিশ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর হুমকি দেন। তখনই পরিস্থিতি বিগড়ে যায়। বীণার উপর ছুরি নিয়ে হামলা চালান হরিশ। একের পর এক কোপ বসান বীণার শরীরে।

Advertisement

এই ঘটনা দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। তখন সেখানে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছে বীণাকে উদ্ধার করে এমসে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্ত হরিশকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement