পদ্ম সম্মান। দেশের সর্বোচ্চ পুরস্কারগুলি অন্যতম। সারা বিশ্বের কাছে দেশের মুখ উজ্জ্বল করেছেন যে যশস্বীরা, তাঁদেরই সম্মান জানান রাষ্ট্রপতি। এ বছর সিনেমা ও খেলার জগতের কারা এই সম্মান পেলেন? দেখে নেওয়া যাক।
পদ্মভূষণ সম্মান পাচ্ছেন বাচেন্দ্রি পাল। প্রথম ভারতীয় মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তিনি।
পদ্মভূষণ পাচ্ছেন কেরলের অভিনেতা মোহনলাল বিশ্বনাথন নায়ার।
পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন অভিনেতা মনোজ বাজপেয়ী।
ফুটবলে দেশকে বিশ্বের দরবারে আরও খানিকটা এগিয়ে দেওয়ার জন্য সম্মানিত হচ্ছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
বলিউডের কোরিওগ্রাফার প্রভু দেবা পেলেন পদ্মশ্রী সম্মান।
কাদের খান পাচ্ছেন মরণোত্তর পদ্মশ্রী সম্মান।
বোমবাইলা দেবী লাইশ্রাম তীরন্দাজি বিভাগে এই সম্মান পাচ্ছেন।
মহারাষ্ট্রের নাট্যশিল্পী দীনইয়ার কন্ট্রাক্টর পাচ্ছেন এই সম্মান।
গায়ক-সঙ্গীত পরিতচালক শঙ্কর মহাদেবন সম্মানিত হচ্ছেন পদ্মশ্রী পুরস্কারে।
টেবিল টেনিস তারকা শরথ কমল এই পুরস্কার পাচ্ছেন।
দাবাড়ু হোরিকা দ্রোণাভাল্লি সম্মানিত হলেন।
ক্রিকেটার গৌতম গম্ভীরও এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন।
কবাডি তারকা অজয় ঠাকুর এই পুরস্কার পাচ্ছেন।
বাস্কেটবলে দেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন প্রশান্তি সিংহ।
কুস্তিগীর বজরং পুনিয়া পাচ্ছেন এই সম্মান।