বিহার, উত্তরপ্রদেশের পর ওড়িশাতেও বজ্রাঘাতের বিভীষিকা (প্রতীকী ছবি)।
বিহার, উত্তরপ্রদেশের পর এ বার ভয়াবহ বজ্রপাতের শিকার হল ওড়িশা। রাজ্যের নানা প্রান্তে বজ্রপাতের বলি হলেন অন্তত ৩০ জন। ৩৫ জন জখম। শনিবার এই খবর দিয়েছে ওড়িশা পুলিশ।
সব থেকে বেশি ম়ৃত্যুর ঘটনা ঘটেছে ভদ্রক জেলায়। সেখানে আট জনের মৃত্যু হয়েছে বাজ পড়ে। বালেশ্বরে সাত জন মারা গিয়েছেন। খুরদায় মারা গিয়েছেন পাঁচ জন। ময়ূরভঞ্জে তিন জন এবং কেন্দ্রাপাড়া, জাজপুর, কেওনঝড়, নয়াগড়ে একজন করে মারা গিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মৃতদের পরিবার এবং আহতদের সাহায্যের জন্য স্পেশাল রিলিফ কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: জটমুক্ত গুড়গাঁও, প্রবল বৃষ্টিতে বেহাল রাজধানী
মাসখানেক আগেই বিহার এবং উত্তরপ্রদেশে বজ্রপাতে ১০০ জনের মৃত্যু হয়েছিল।