প্রতীকী ছবি।
তার তাণ্ডবে গত এক মাসে মহারাষ্ট্রে শিশু ও মহিলা সহ সাত জনের মৃত্যু হয়েছিল। অবশেষে সেই ঘাতক চিতা বাঘটি মেরে ফেললেন বন দফতরের আধিকারিকরা।
শনিবার রাতে জলগাঁও জেলায় চালিসগাঁও মহকুমার ভারখেড়ে গ্রামে আধিকারিকরা গুলি করে মারেন বাঘটিকে। মুখ্য রেঞ্জ ফরেস্ট অফিসার রাম রাও জানিয়েছেন, নয়াদিল্লি ও হায়দরাবাদ থেকে তিন জন শুটারকে আনা হয়েছিল। রাত সাড়ে ১১টা নাগাদ বাঘটিকে মারা হয়।
সূত্রের খবর, বাঘের হানায় শিশু ও এক মহিলা সহ মোট সাত জন প্রাণ হারান। বন দফতরের কর্মীরাও বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন।
আরও পড়ুন: পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে, যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে খুন হরিয়ানায়
গত বৃহস্পতিবার, ৭ তারিখ, ভাড়খেড়ে গ্রামের বাসিন্দা একটি ছেলেকে বাড়ি থেকে টেনে এনে মেরেছিল চিতা বাঘটি। তার পরই বাঘটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় বন দফতর।