ধরা পড়া চিতাবাঘ। প্রতীকী ছবি।
শুক্রবার সাতসকালে মহারাষ্ট্রের নাসিক শহরের সাভারকরনগর এলাকায় একটি আবাসনে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। আবাসন এলাকায় বাঘ ঢোকার জানাজানি হতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে এলাকায় আসে বন বিভাগের কর্মী ও পুলিশ। অবশেষে বন বিভাগের কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আটক করা হয় ওই চিতাবাঘটিকে।
সাভারকরনগরের ওই আবাসনে শুক্রবার সকালে চিতাবাঘটিকে ঘুরতে দেখেন এক বৃদ্ধা। দূর থেকে দেখে তিনি ভেবেছিলেন হয়ত কোনও কুকুর ঘুরছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে তাঁর। আবাসনে ঘুরে বেড়ানো প্রাণীটি যে একটি চিতাবাঘ, তা বোঝার পরই তিনি আবাসনের অন্য বাসিন্দাদের খবর দেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে।
ইতিমধ্যেই চিতাবাঘটিকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায় ওই এলাকায়। ভিড়কে নিয়ন্ত্রণ করতে নাসিকের ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনারও উপস্থিত ছিলেন সেখানে। অবশেষে বন বিভাগের কর্মীদের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ধরা পরে চিতাটি। আবাসনের বাহির গেটে পেতে রাখা ফাঁদে ধরা পড়ে সে।
আরও পড়ুন: সিএ পরীক্ষায় প্রথম হলেন দর্জির ছেলে
ঘটনায় আহত হয়েছেন তিনজন ব্যক্তি। তবে কীভাবে ওই আবাসনে চিতাবাঘটি ঢুকে পড়েছিল, তা জানা যায়নি।
আরও পড়ুন: বিজ্ঞাপনের জন্য খরচ বরাদ্দ অর্থের ৫৬ শতাংশ! কাজের কাজ হয়নি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)