গাজিয়াবাদে জেলা আদালতে চিতাবাঘের হানায় জখম অনেকে। ছবি: টুইটার।
গাজিয়াবাদের আদালতে চিতাবাঘের হানা। বুধবার বিকেলে আচমকাই একটি চিতাবাঘ আদালতে ঢুকে পড়ে বলে অভিযোগ। তার আক্রমণে জখম হয়েছেন অনেকে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার বিকেল ৪টে নাগাদ গাজিয়াবাদ জেলা আদালত চত্বরে হঠাৎ হইচই শুরু হয়ে যায়। দেখা যায়, একটি চিতাবাঘ আদালতে ঢুকে পড়েছে। উপস্থিত অনেকের দিকে তেড়েও যাচ্ছিল বাঘটি। তার আক্রমণ থেকে বাঁচতে প্রাণভয়ে যে যে দিকে পেরেছেন, ছুটে পালিয়েছেন। বাঘের আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল আদালত চত্বরে।
অনেকেই চিতাবাঘটির আক্রমণে জখম হয়েছেন। তবে আহতদের সংখ্যা এখনও স্পষ্ট নয়। বাঘটি মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অফিসে ঢুকে পড়ে। অফিসটি আদালত ভবনের দোতলায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই অফিসের বাইরে বসে থাকা এক মুচিকেও ঘায়েল করে চিতাবাঘ।
মনে করা হচ্ছে, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজির দিক থেকে গাজিয়াবাদ জেলা আদালতের দিকে চলে এসেছে বাঘটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাজির হন বন দফতরের আধিকারিকেরাও। বাঘটিকে ধরার চেষ্টা চলছে।
ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, একটি ঘরের জানলা দিয়ে উঁকি মারছে চিতাবাঘ। তবে জানলায় লোহার শিক থাকায় ভিতরে ঢুকতে পারেনি সে। বাইরে থেকেই বেশ কিছু ক্ষণ গন্ধ শুঁকেছে। বাঘের ভয়ে আদালতের বাইরে বেরিয়ে এসেছেন অনেকে। রাস্তায় জড়ো হয়ে দাঁড়িয়েছিলেন আইনজীবীরা। জরুরি ভিত্তিতে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ধরা পড়েছে সেই ছবিও। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।