কেরলে পঞ্চায়েত, পুরসভায় ফের বামেরা

কেরলে আবার বামপন্থীদের জয়জয়কার। গ্রাম পঞ্চায়েত ও পুরসভা ভোটে হই হই করে জিততে চলেছে সিপিএমের নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোট (এলডিএফ)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ১৬:০৯
Share:

কেরলে আবার বামপন্থীদের জয়জয়কার। গ্রাম পঞ্চায়েত ও পুরসভা ভোটে হই হই করে জিততে চলেছে সিপিএমের নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোট (এলডিএফ)। পাঁচ বছর আগে পঞ্চায়েত নির্বাচনে পর্যুদস্ত হয়েছিলেন বামপন্থীরা।

Advertisement

শাসক সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্টের (ইউডিএফ) চেয়ে প্রায় দু’শোটি পঞ্চায়েত বেশি পেয়েছে এলডিএফ। ৫৮৮টি পঞ্চায়েত দখল করেছে এলডিএফ। ইউডিএফ পেয়েছে ৩৬৮টি। ব্লক পঞ্চায়েত স্তরেও ইউডিএফ জোটকে প্রায় তুড়ি মেরেই উড়িয়ে দিয়েছে এলডিএফ। বামপন্থীদের দখলে গিয়েছে ৯০টি ব্লক পঞ্চায়েত। ৬১টি ব্লক পঞ্চায়েত পেয়েছে শাসক জোট। গ্রাম পঞ্চায়েতে আগের চেয়ে অনেক ভাল করেছে বিজেপি। তারা পেয়েছে ১৩টি গ্রাম পঞ্চায়েত। কেরলের বিভিন্ন জেলায় বেশির ভাগ পুরসভা ও পুর নিগমেও ক্ষমতায় ফিরতে চলেছেন বামপন্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement