Merchant Navy Officer Murder

আদালত চত্বরে মার্চেন্ট নেভি অফিসারের স্ত্রী এবং তাঁর প্রেমিককে মারধর আইনজীবীদের!

সৌরভের হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে মেরঠ। দুই অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জোরালো হচ্ছে শহর জুড়ে। মুস্কানের বাবা-মা আগেই জানিয়েছেন, তাঁদের কন্যার বেঁচে থাকার অধিকার নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৮:২৮
Share:
মার্চেন্ট নেভি অফিসার খুনে অভিযুক্ত তাঁর স্ত্রী মুস্কান। ছবি: সংগৃহীত।

মার্চেন্ট নেভি অফিসার খুনে অভিযুক্ত তাঁর স্ত্রী মুস্কান। ছবি: সংগৃহীত।

নিহত মার্চেন্ট নেভি অফিসারের স্ত্রী মুস্কান এবং তাঁর প্রেমিককে আদালত থেকে বার করে আনা হচ্ছিল। সেই সময় আদালত চত্বরে তাঁদের কড়া শাস্তি চেয়ে দাবি তোলেন আইনজীবীরা। তার পর পুলিশের হাত থেকে প্রায় ছিনিয়ে দুই অভিযুক্তকে মারধরের অভিযোগ ওঠে এক দল আইনজীবীর বিরুদ্ধে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা মামলায় বুধবার ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি ছিল। শুনানিশেষে অভিযুক্ত মুস্কান এবং সাহিলকে নিয়ে প্রিজ়ন ভ্যানের দিকে যাচ্ছিল পুলিশ। অভিযোগ, সেই সময় আইনজীবীদের কয়েক জন আচমকাই সাহিলকে ধরে টানাটানি শুরু করে দেন। তাঁকে মারধর করেন। জামা ছিঁড়ে দেন। কোনও রকমে সাহিল এবং মুস্কানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পুলিশ।

সৌরভের হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে মেরঠ। দুই অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জোরালো হচ্ছে শহর জুড়ে। মুস্কানের বাবা-মা আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর কন্যার বেঁচে থাকার কোনও অধিকার নেই। তাঁর ফাঁসি হওয়া উচিত। গত ৪ মার্চ সৌরভকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রী মুস্কান এবং প্রেমিক সাহিলের বিরুদ্ধে। সৌরভকে খুনের পর দেহ ১৫ টুকরো করে একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে দেন। সেই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement