B V Nagarathna

বিচারপতি নাগরত্নর মন্তব্য

বিচারপতি বলেন, মনে রাখতে হবে সমাজ ও রাষ্ট্রের প্রতি বাড়তি দায়িত্ব থাকে এই পেশার। সংবিধান রক্ষার বিষয়ে দায়িত্বশীল তিনি। কাজেই মক্কেল নিজের স্বার্থ রক্ষার জন্য যা আবদার করবেন, তা পালনের আগে পেশার দায়িত্বের বিষয়গুলি স্মরণে রাখতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪০
Share:

সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না। —ফাইল ছবি।

আইনজীবী যে তাঁর মক্কেলের ‘ভাড়া করা বন্দুক’ বা ‘রাবার স্ট্যাম্প’ নন, আইন পাশ করে উকিলের পেশায় আসা তরুণ-তরুণীদের সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না। সম্প্রতি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে বক্তৃতা দেন বিচারপতি নাগরত্ন। সেখানে তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে মক্কেলের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আদালতের প্রতিও যে তিনি দায়বদ্ধ, এক জন আইনজীবীর সে কথা ভুলে গেলে চলবে না। মক্কেলকে বাঁচাতে এক জন আইনজীবী আদালতের সঙ্গে প্রতারণা করতে পারেন না। বিচারপতি নাগরত্ন বলেন, সুতরাং মক্কেল এবং আদালতের মধ্যে ভারসাম্য রেখে চলা উচিত আইনজীবীদের।

Advertisement

এ দিন আইন পাশ করা ছাত্রদের ডিগ্রি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীক্ষান্ত ভাষণে সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি নাগরত্ন আইনজীবীদের করণীয় সম্পর্কে অবহিত করেন। তাঁর কথায়, আদালতের নিয়ম-কানুন ও প্রথা যেমন এক জন আইনজীবীর মেনে চলা উচিত, তেমনই বিচারব্যবস্থা সম্পর্কে গভীর শ্রদ্ধাশীল হতে হবে তাঁকে। অনেক সময়েই অনৈতিক কাজ করার জন্য মক্কেলের দিক থেকে প্রলোভন আসে। তবে সত্য ও ন্যায় বিচারের পক্ষে থেকে আইনজীবীদের তা উপেক্ষা করতে শিখতে হয়।

বিচারপতি বলেন, মনে রাখতে হবে সমাজ ও রাষ্ট্রের প্রতি বাড়তি দায়িত্ব থাকে এই পেশার। সংবিধান রক্ষার বিষয়ে দায়িত্বশীল তিনি। কাজেই মক্কেল নিজের স্বার্থ রক্ষার জন্য যা আবদার করবেন, তা পালনের আগে পেশার দায়িত্বের বিষয়গুলি স্মরণে রাখতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement