Assam

প্রকাশ্যে গোমাংস খাওয়ায় ‘না’ অসমে

অসমে গোমাংস কেনাবেচা সংক্রান্ত আইন আরও কড়া হল। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানালেন, রাজ্যের কোনও রেস্তরাঁ, হোটেল, অনুষ্ঠান ও জনবহুল স্থানে গোমাংস পরিবেশন করা চলবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ০৬:০৬
Share:

হিমন্তবিশ্ব শর্মা। —ফাইল চিত্র।

অসমে গোমাংস কেনাবেচা সংক্রান্ত আইন আরও কড়া হল। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানালেন, রাজ্যের কোনও রেস্তরাঁ, হোটেল, অনুষ্ঠান ও জনবহুল স্থানে গোমাংস পরিবেশন করা চলবে না। গোমাংস সংক্রান্ত আগেরআইনে বলা হয়েছিল কোনও হিন্দু ধর্মস্থানের আশপাশে গোমাংস খাওয়া বা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে গোমাংস বিক্রি করা যাবে না।

Advertisement

কিন্তু হিমন্ত জানালেন ওই আইনেরপরিধি বাড়িয়ে প্রকাশ্যে গোমাংস খাওয়াই নিষিদ্ধ করা হল। অসমের তথ্য-জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজরিকা এক্স-এ লেখেন, ‘কংগ্রেস হয় এই সিদ্ধান্তকে স্বাগত জানাক, অথবা পাকিস্তানে গিয়েঘাঁটি গাড়ুক।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement