বিচারপতি রঞ্জন গগৈ।- ফাইল চিত্র।
বিচারপতি রঞ্জন গগৈকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি করার ব্যাপারে কেন্দ্রের কোনও আপত্তি নেই। তবে রীতি অনুসারে সেই নামটা দেশের বর্তমান প্রধান বিচারপতির কাছ থেকেই আসতে হবে।
সোমবার এ কথা জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘‘এ ব্যাপারে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে কোনও সন্দেহ-সংশয়ের অবকাশ নেই। তবে এ ক্ষেত্রে একটা প্রথা চালু রয়েছে। তা হল, পরবর্তী প্রধান বিচারপতির নামের সুপারিশটা আসতে হবে এখন যিনি প্রধান বিচারপতি (বিচারপতি দীপক মিশ্র) আছেন, তাঁর কাছ থেকেই।
নরেন্দ্র মোদী সরকারের ৪ বছরের কাজকর্ম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ দিন এ কথা বলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।
আরও পড়ুন- ভারতে টেলি সংযোগ ছাড়াল ১০০ কোটি
আরও পড়ুন- নেটকে নিরপেক্ষ রাখতে প্রতিশ্রুতি
ঘটনা হল, দেশের প্রধান বিচারপতির কাজকর্মে ‘স্বচ্ছতার অভাব’-এর প্রতিবাদে সুপ্রিম কোর্টের যে ৩ জন সিনিয়র বিচারপতি সাংবাদিক সম্মেলন করেছিলেন, বিচারপতি রঞ্জন গগৈ তাঁদের অন্যতম। তাই বিচারপতি গগৈর নাম পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করবেন কি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, তা নিয়ে সন্দেহ-সংশয় রয়েই গিয়েছে।