জঙ্গি অনুপ্রবেশ রুখতে এ বার সীমান্তলাগোয়া নদী ও খালগুলিতে লেসার দেওয়ালের ব্যবস্থা করতে চলেছে ভারত। পঠানকোটে জঙ্গি হামলার পর এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পঠানকোটে হামলার আগে বামিয়ালের উজ নদী পেরিয়েই এ দেশে প্রবেশ করেছিল জঙ্গিরা। এই ধরনের ছোট ছোট খাল বা নদীর বেশির ভাগই পঞ্জাব সীমান্তে। গুরুদাসপুর, পাঠানকোট হামলার পর আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার। অনুপ্রবেশ রুখতে তাই এ ধরনের লেসার প্রযুক্তির সাহায্য নেবে সীমান্ত রক্ষী বাহিনী।
এই দেওয়ালের কাজ কী?
দেওয়ালের পাশে কোনও কিছু এলেই সেটা চিহ্নিত করবে ডিটেক্টরের মাধ্যেমে। এ ছাড়া সীমান্তলাগোয়া নদীতেও লেসার রশ্মির ব্যবস্থা থাকবে। নদী পেরিয়ে যদি কেউ অনুপ্রবেশ করতে যায় ওই লেসার রশ্মিই জানান দেবে সাইরেন বাজিয়ে।
জম্মু সেক্টের ২০১৫-তেই এই ধরনের দেওয়ালের কাজ শুরু করে দিয়েছে বিএসএফ।
আর কাঁটাতার টপকে নয়, এখন রাতের অন্ধকারে অরক্ষিত নদী-খালগুলোকেই ব্যবহার করছে জঙ্গিরা।
পঞ্জাব সীমান্তে এ রকম ছোট ছোট অনেক নদী বা খাল আছে যেগুলোকে এই প্রযুক্তির আওতায় এনে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করা। পাশাপাশি, রাতেও ওই নদীগুলিতে পাহারার ব্যবস্থাও করা হচ্ছে।