জঙ্গি অনুপ্রবেশ রুখতে লেসার দেওয়াল সীমান্তে

জঙ্গি অনুপ্রবেশ রুখতে এ বার সীমান্তলাগোয়া নদী ও খালগুলিতে লেসার দেওয়ালের ব্যবস্থা করতে চলেছে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ১১:১৫
Share:

জঙ্গি অনুপ্রবেশ রুখতে এ বার সীমান্তলাগোয়া নদী ও খালগুলিতে লেসার দেওয়ালের ব্যবস্থা করতে চলেছে ভারত। পঠানকোটে জঙ্গি হামলার পর এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পঠানকোটে হামলার আগে বামিয়ালের উজ নদী পেরিয়েই এ দেশে প্রবেশ করেছিল জঙ্গিরা। এই ধরনের ছোট ছোট খাল বা নদীর বেশির ভাগই পঞ্জাব সীমান্তে। গুরুদাসপুর, পাঠানকোট হামলার পর আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার। অনুপ্রবেশ রুখতে তাই এ ধরনের লেসার প্রযুক্তির সাহায্য নেবে সীমান্ত রক্ষী বাহিনী।

Advertisement

এই দেওয়ালের কাজ কী?

দেওয়ালের পাশে কোনও কিছু এলেই সেটা চিহ্নিত করবে ডিটেক্টরের মাধ্যেমে। এ ছাড়া সীমান্তলাগোয়া নদীতেও লেসার রশ্মির ব্যবস্থা থাকবে। নদী পেরিয়ে যদি কেউ অনুপ্রবেশ করতে যায় ওই লেসার রশ্মিই জানান দেবে সাইরেন বাজিয়ে।

Advertisement

জম্মু সেক্টের ২০১৫-তেই এই ধরনের দেওয়ালের কাজ শুরু করে দিয়েছে বিএসএফ।

আর কাঁটাতার টপকে নয়, এখন রাতের অন্ধকারে অরক্ষিত নদী-খালগুলোকেই ব্যবহার করছে জঙ্গিরা।

পঞ্জাব সীমান্তে এ রকম ছোট ছোট অনেক নদী বা খাল আছে যেগুলোকে এই প্রযুক্তির আওতায় এনে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করা। পাশাপাশি, রাতেও ওই নদীগুলিতে পাহারার ব্যবস্থাও করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement