—ফাইল চিত্র।
লালুপ্রসাদের নিশানায় আবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এ বারের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধানের অস্ত্র বলিউডের একটি জনপ্রিয় গান!
গত কাল পটনায় ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতীশ। তা নিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় নীতীশকে কটাক্ষ করেন লালু। টুইটারে উপাধ্যায়ের ছবির সামনে নীতীশের ছবি পোস্ট করেন লালু। ক্যাপশনে মহেশ ভট্টের ‘ফির তেরি কহানি ইয়াদ আই’ ছবির ‘তেরে দর পর সনম চলে আয়ে’ গানের কয়েকটি লাইন লেখেন লালু! পাশাপাশি দু’লাইনের বিদ্রুপও জুড়েছেন তিনি! লিখেছেন, ‘লেকে সঙ্ঘমুক্ত ভারত কা ভ্রম চলে আয়ে, লে কে আপনা ভ্রম স্বয়াম চলে আয়ে’। যার অর্থ, ‘সংঘ-মুক্ত ভারতের মায়া চোখে থাকা সত্ত্বেও আমি (নীতীশ) এসেছি এবং তা নিজের ইচ্ছেতেই।’
২০১৭ সালে লালু-পুত্র তথা তৎকালীন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। তাঁকে পদত্যাগ করতে বলেছিলেন নীতীশ। কিন্তু আরজেডি রাজি না-হওয়ায় নীতীশ ‘বিবেকের ডাকে’ নিজেই পদ ছাড়েন।
আরও পড়ুন: প্রতিবাদীদের পাশে দাঁড়াতে অখিলেশের কেন্দ্রে প্রিয়ঙ্কা
পরে বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়েন জেডি(ইউ) প্রধান। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সব চেয়ে বেশি বিধায়ক থাকা সত্ত্বেও ক্ষমতা হারানো আরজেডি বার বার সেই প্রসঙ্গ টেনে এনে নীতীশকে কটাক্ষ করার চেষ্টা চালিয়ে গিয়েছে আগেও। পাশাপাশি, এ ভাবেই জনগণের সহানুভূতি টানাও তাদের অন্যতম লক্ষ্য বলে মত অনেকের।