টি-টোয়েন্টির ঢঙে ম্যাচ জিতল লালু-নীতীশ জুটি

চিরকালের প্রবাদটা রবিবার সকালে স্রেফ রিভার্স সুইং করে গেল। কথায় বলে, সকালই দিনের দিশা দেখায়। কিন্তু, এ দিন সকালের চিত্রটা কয়েক ঘণ্টার মধ্যেই পুরো ঘুরে গেল!

Advertisement

উজ্জ্বল চক্রবর্তী

পটনা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৫ ১৩:৩৭
Share:

জয়ের আনন্দে লাড্ডু বিতরণ জেডিএউ সমর্থকদের। ছবি: এএফপি।

চিরকালের প্রবাদটা রবিবার সকালে স্রেফ রিভার্স সুইং করে গেল। কথায় বলে, সকালই দিনের দিশা দেখায়। কিন্তু, এ দিন সকালের চিত্রটা কয়েক ঘণ্টার মধ্যেই পুরো ঘুরে গেল!

Advertisement

বিহারি বনাম বাহারি— দু’পক্ষের এই ম্যাচ এক্কেবারে টি টোয়েন্টির ঢঙে বিহার নির্বাচনের ম্যাচটা শেষ পর্যন্ত জিতে গেল নীতীশ-লালু-কংগ্রেসের মহাজোট। বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটকে প্রচুর রানে হারিয়ে ম্যাচের দখল নিজেদের দিকে ঘুরিয়ে নিল।

এ দিন সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়। আর তার পর বিজেপি মহাজোটের বেশ কয়েক জন ব্যাটসম্যানকে আউট করে ম্যাচ নিচেদের দিকে ঘুরিয়ে নিয়েছিল। কিন্তু সমানে সমানে টক্কর দিচ্ছিল মহাজোট। সওয়া ৯টা থেকে লালু-নীতীশ জুটি মাঠে নেমে পড়ে। তার পর হু হু করে রান বাড়তে থাকে মহাজোটের। একের পর এক ছক্কা মেরে ম্যাচ পাল্টা নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়ার পর টার্গেটের ছাড়িয়ে অনেক দূর যায় তারা।

Advertisement

কখনও এ-পক্ষ ২৫ ও-পক্ষ ২৭ কখনও বা এ-পক্ষ ৩৮ ও-পক্ষ ৪১— এ ভাবেই খেলাটা শুরু হয়েছিল। তার পর ৮৯-৯৫-তেও টক্কর সেয়ানে সেয়ানে জমে ওঠে। কিন্তু, এর পরেই খেলা ঘুরে যায়। এনডিএ জোট পিছিয়ে পড়তে শুরু করে। আর মহাজোট শুরু করে চালিয়ে খেলা। বল প্রতি রান বাড়িয়ে একটা সময় ১৫০-তে পৌঁছে যায় মহাজোট। এনডিএ জোট সে জায়গায় ৭০-এই আটকে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ৭০-এর ঘর আর পেরোতে পারেনি বিজেপি-সহ তাদের অন্য সঙ্গী দলগুলি। লালু-নীতীশ সে জায়গায় দেড়শো রানের গণ্ডি পেরিয়ে আরও রান করেছে। ফল সম্পূর্ণ প্রকাশিত। ফের এক বার বিহারের মসনদে বসতে চলেছেন নীতীশ কুমার।

পড়ুন: বিহার ভোটের ফলাফল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement