স্টুডিয়ো ভাঙার প্রতিবাদে নতুন ভিডিয়ো প্রকাশ কুণাল কামরার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিদ্রুপাত্মক গান বেঁধে বিতর্কে জড়িয়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে বিপদ বেড়েছে তাঁর। থানা, পুলিশ পর্যন্ত হয়েছে। তাঁর নামে এফআইআর দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। এমনকি, যে স্টুডিয়ো থেকে কুণাল ওই মন্তব্য করেছিলেন, সেই স্টুডিয়োতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তবে এত কিছুর পরেও কুণাল অনড় নিজের অবস্থানে! মঙ্গলবার আবার নতুন একটি ভিডিয়ো নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন কৌতুকশিল্পী।
‘নয়া ভারত’ নামের একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন কুণাল। শিন্দের অবস্থান বদল নিয়েও কটাক্ষ করেন। কুণালেরই পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জনপ্রিয় হিন্দি গানের নকল করে শিন্দের অঙ্গভঙ্গি এবং শারীরিক গঠন বর্ণনা করছেন তিনি। এক জায়গায় শিন্দেকে ‘গদ্দার’ বলেও উল্লেখ করা হয়। যদিও সেখানে কোথাও কুণালকে শিন্দের নাম করতে শোনা যায়নি। (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কুণালের বিরুদ্ধে সরব হন শিন্দেসেনার কর্মী-সমর্থকেরা।
মঙ্গলবারের নতুন ভিডিয়োতে কুণাল তাঁর অনুষ্ঠানেরই একটি অংশ তুলে ধরেছেন। ‘হাম হোঙ্গে কামিআব...’ গানটি প্যারোডি করে গেয়েছিলেন কুণাল। সেখানে ‘কামিয়াব’ শব্দের পরিবর্তে তিনি ব্যবহার করেন ‘কাঙাল’ শব্দটি। পাশাপাশি, গানের আরও কয়েকটি শব্দ বদল করেন। সেই সঙ্গে গত দু’দিন ধরে তাঁর বিরুদ্ধে যে প্রতিবাদের ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, তারই টুকরো টুকরো দৃশ্য ব্যবহার করেছেন কুণাল।