National Gallery

১৩ ডিজিটের মোবাইল নম্বর! ঘাবড়াবেন না...

সোশ্যাল মিডিয়ায় হইচই, মোবাইল নম্বর নাকি বদলে যাচ্ছে? হোয়াট্‌সঅ্যাপেও এমন কিছু খবর ছড়িয়েছে। এতে বিভ্রান্তি বাড়ছে বই কমছে না। তবে কি সত্যিই আপনার মোবাইল নম্বর বদলে যাচ্ছে? সত্যিটা আসলে কী তা জেনে নিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩৪
Share:
০১ ০৬

সোশ্যাল মিডিয়ায় হইচই, মোবাইল নম্বর নাকি বদলে যাচ্ছে? হোয়াট্‌সঅ্যাপেও এমন কিছু খবর ছড়িয়েছে। এতে বিভ্রান্তি বাড়ছে বই কমছে না। তবে কি সত্যিই আপনার মোবাইল নম্বর বদলে যাচ্ছে? সত্যিটা আসলে কী তা জেনে নিন। ছবি: সংগৃহীত।

০২ ০৬

অনেকেই প্রশ্ন করছেন, পুরনো মোবাইল নম্বর বদলে কি নতুন নম্বর নিতে হবে? না! কারণ, আপাতত আপনার মোবাইল নম্বর বদলাচ্ছে না। টেলিকম দফতরের নির্দেশ, সাধারণ মোবাইল নয়, কেবলমাত্র ‘মেশিন টু মেশিন’(এম টু এম)-এর সিম কার্ডেরই নম্বর ১৩ ডিজিটের হবে। ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ০৬

কোথায় ব্যবহার করা হয় এম টু এম সিম কার্ড? আপনার মোবাইলের ভিতরে নয়। বরং জটিল মেশিনারি চালু রাখতে এই ধরনের সিম কার্ড ব্যবহার করা হয়। স্মার্টহোমে, ট্র্যাফিক কন্ট্রোল করার জন্য অথবা বড়সড় ট্রাক বা ট্রেলার চালাতেও এম টু এম সিম কার্ড ব্যবহৃত হয়। ছবি: সংগৃহীত।

০৪ ০৬

আপনার মোবাইলে ‘এম টু এম’ সিম কার্ড ভরা থাকে না। তা ছাড়া, এই সিম কার্ড চালুর জন্য ইন্টারনেট বা মোবাইল সংযোগ থাকাও প্রয়োজন। ছবি: সংগৃহীত।

০৫ ০৬

টেলিকম দফতরের এই নির্দেশিকা জারির পরেই গুজব রটে, এ বার বোধহয় মোবাইলের নম্বর বদলাতে হবে। তবে ডট-এর নির্দেশ, তেমনটা মোটেই নয়। ফলে নিশ্চিন্তে থাকুন। আপাতত বদলাচ্ছে না আপনার ১০ ডিজিটের মোবাইল নম্বর। ছবি: সংগৃহীত।

০৬ ০৬

চলতি বছরের ১ জুলাই থেকে চালু হবে ১৩ ডিজিটের এই নম্বর। ৩১ জুলাই থেকে সমস্ত নতুন কানেকশনের জন্য এই ১৩ সংখ্যার নম্বর দেওয়া হবে। ১০ সংখ্যার পুরনো নম্বরধারীদের ১ অক্টোবর থেকে নতুন নম্বর নিতে হবে। সেই প্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে। ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement