Butterfly

Butterfly: দেখা মিলল ‘কিং ক্রো’-র

বিরল প্রজাতির প্রজাপতিগুলির তালিকায় একেবারে উপরের দিকে নাম রয়েছে এর। সম্প্রতি উত্তরপ্রদেশের বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে এটিকে পাওয়া যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২২ ০৬:০৫
Share:

কিং ক্রো বাটারফ্লাই

নামেও রাজা, দেখতেও। তার ডানাজুড়ে বিচিত্র সব কারুকাজ, যেন সাদা রঙে আলপনা এঁকেছে কেউ। প্রজাপতি পরিবারের এক অতি স্বল্প পরিচিত সদস্য ‘কিং ক্রো বাটারফ্লাই’-এর দেখা মিলল উত্তরাখণ্ডের নৈনিতালের একটি উদ্যানে। এতে উচ্ছ্বসিত বনবিভাগ। তাদের বক্তব্য, ‘কিং ক্রো’-র উপস্থিতি অরণ্য ও স্থানীয় বাস্তুতন্ত্রের সুস্বাস্থ্যের বার্তা দিচ্ছে।

Advertisement

অন্তত ৪৫০ প্রজাতির প্রজাপতির বাস উত্তরাখণ্ডে। তার মধ্যে যোগ হল নতুন সদস্যটির নাম। রাজ্যের বনবিভাগের মুখ্য সংরক্ষক সঞ্জীব চতুর্বেদী জানান, নৈনিতালের ভুজিয়া ঘাট এলাকায় কিং ক্রো-র দেখা পান দফতরের গবেষকেরা। বিরল প্রজাতির প্রজাপতিগুলির তালিকায় একেবারে উপরের দিকে নাম রয়েছে এর। সম্প্রতি উত্তরপ্রদেশের কাটরানিয়া ঘাট বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে কিং ক্রো দেখতে পাওয়া যায়। বহু আগে এটিকে উত্তর-পূর্ব ভারতে পাওয়া গিয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫০ মিটার উচ্চতায় ভুজিয়া ঘাট উপক্রান্তীয় অরণ্যে ঘেরা। চতুর্বেদী বলেন, এখানে এর দেখা পাওয়ার অর্থ, বাস্তুতন্ত্র সুস্থ আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement