Gurpatwant Singh Pannun

পন্নুনের নিশানায় এ বার রামমন্দির-সহ হিন্দু মন্দির! হামলার সময় জানিয়ে বার্তা খলিস্তানি নেতার

গত মাসে এয়ার ইন্ডিয়া বিমানে নাশকতা চালানোর হুমকি দিয়েছিলেন পন্নুন। যাত্রীদের সতর্ক করে পন্নুন জানিয়েছিলেন, আগামী ১ থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা না করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৩
Share:

খলিস্তানপন্থী নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুন। —ফাইল চিত্র।

এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকির পর এ বার গুরুপতবন্ত সিংহ পন্নুনের নিশানায় হিন্দু মন্দির। সেই তালিকায় রয়েছে অযোধ্যার রামমন্দিরও। নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা পন্নুন নতুন ভিডিয়োবার্তা প্রকাশ করেছেন। সেখানেই খলিস্তানি নেতা দাবি করেছেন, আগামী ১৬ এবং ১৭ নভেম্বর হামলা করা হবে হিন্দু মন্দিরে।

Advertisement

পন্নুন ভিডিয়োবার্তায় বলেন, ‘সহিংস হিন্দুত্ববাদ মতাদর্শের জন্মস্থান অযোধ্যার ভিত্তি আমরা কাঁপিয়ে দেব।’’ ভিডিয়োয় রামমন্দির উদ্বোধনের সময়কার ছবি দেখানো হয়েছে। শুধু রামমন্দির নয়, আরও কয়েকটি হিন্দু মন্দিরে হামলার হুমকি দিয়েছেন পন্নুন।

উল্লেখ্য, গত মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকি দিয়েছিলেন পন্নুন। যাত্রীদের সতর্ক করে পন্নুন জানিয়েছিলেন, আগামী ১ থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা না করেন। তিনি দাবি করেছিলেন, শিখদের গণহত্যার ‘প্রতিশোধ’ নিতে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানো হবে। তবে এয়ার ইন্ডিয়া বিমানে আগেও হামলা চালানোর ছক কষেছিলেন পন্নুন।

Advertisement

প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গি পন্নুন আমেরিকা এবং কানাডার দ্বৈত নাগরিক। কানাডায় আশ্রয় নেওয়া পান্নুন ২০২২ সালে সে দেশে বসবাসকারী হিন্দুদের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর পর তাঁর চণ্ডীগড়ের বাড়ি এবং অমৃতসরের জমি বাজেয়াপ্ত করেছিল এনআইএ। পঞ্জাবের বিভিন্ন থানায় পন্নুনের বিরুদ্ধে ২২টি অপরাধের মামলা রয়েছে। তার মধ্যে তিনটি দেশদ্রোহিতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement