Kerala

চার বছর ধরে নাবালিকা কন্যাকে ধর্ষণ, ‘বাবা’কে ৭২ বছর জেলের সাজা শোনাল কেরলের আদালত

অভিযুক্ত ৬৬ বছরের ওই প্রৌঢ়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। শিশু সুরক্ষা আইন (পকসো) এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে তাঁকে পৃথক পৃথক ভাবে মোট ৭২ বছর কারাবাসের সাজা শোনানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৮:৩৪
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজের নাবালিকা মেয়েকে চার বছর ধরে ধর্ষণের দায়ে বাবাকে ৭২ বছরের কারাদণ্ড দিল আদালত। ঘটনাটি ঘটেছে কেরলের ইদুক্কিতে।

Advertisement

ইদুক্কি ফাস্ট ট্র্যাক আদালতের সরকারি আইনজীবী শিজ়োমন জোসেফ জানিয়েছেন, অভিযুক্ত ৬৬ বছরের ওই প্রৌঢ়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক লাইজুমল শেরিফ। শিশু সুরক্ষা আইন (পকসো) এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে তাঁকে পৃথক পৃথক ভাবে মোট ৭২ বছর কারাবাসের সাজা শোনানো হয়েছে।

কারাদণ্ডের পাশাপাশি দোষীকে এক লক্ষ ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, জরিমানা বাবদ আদায় হওয়া ওই টাকা নির্যাতিতার হাতে তুলে দেওয়া হবে।

Advertisement

নির্যাতিতা কেরলের ভাগামনের বাসিন্দা। এখন তিনি তরুণী। কৈশোরে তিনি একটি আবাসিক স্কুলে পড়াশোনা করতেন। কিন্তু ছুটিতে স্কুল থেকে বাড়ি ফিরলেই বাবার নির্যাতনের শিকার হতে হত তাঁকে। অভিযোগ, ২০১২ থেকে ২০১৬ সালের মাঝামাঝি যখন নির্যাতিতা নাবালিকা, সে সময় চার বছর ধরে একাধিকবার তাঁকে ধর্ষণ করেন তাঁরই বাবা। শেষমেশ ২০২০ সালে অভিযোগ দায়ের করেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই নির্যাতিতার বাবাকে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement