ছবি: সংগৃহীত
খারাপ রাস্তা নিয়ে দীর্ঘদিনের সমস্যায় ভুগছে কর্নাটকের দাবাংগিরি এলাকা। সেই সমস্যার কথা মনে করিয়ে দিয়ে ওই এলাকার বাসিন্দা এক স্কুল শিক্ষিকা চিঠি লিখলেন কর্নাটকের মুখ্যমন্ত্রীর দফতরে। চিঠিতে তাঁর অভিযোগ, রাস্তা খারাপ। সেই কারণেই বিয়ে হচ্ছে না গ্রামে অনেক মেয়ের। রাস্তা অবিলম্বে ঠিক না করলে শুধু যাতায়াতের অসুবিধা হবে তাই নয়, অনেকের পারিবারিক জীবনেও নেমে আসবে বিপর্যয়।
স্কুল শিক্ষিকা সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘আমাদের এলাকায় রাস্তার হাল খুবই খারাপ। অনেকের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় এই রাস্তার কারণে। যাতায়াতের রাস্তা খারাপ হওয়ায় যোগাযোগ রাখতে চান না অনেকে। রাতে রোগী নিয়ে যেতে অসুবিধা হয়। এই পরিস্থিতিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে মুশকিল।’’
চিঠির দ্রুত জবাব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকেও। বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হবে। স্থানীয় পঞ্চায়েত অধিকারিক জানিয়েছেন, ‘‘ইতিমধ্যে এক থেকে দু’লক্ষ টাকা খরচ করা হয়েছে রাস্তার জন্য। কিন্তু এই সামান্য টাকায় কিছু হবে না। দরকার ৫০ লক্ষ থেকে এক কোটি টাকা। সেই টাকা যত দ্রুত পাওয়া যাবে, তত দ্রুত কাজ করা যাবে।’’