মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ কর্নাটকে ছবি: সংগৃহীত
দেশ কি তাহলে অনেকটাই এগিয়ে গিয়েছে? মানুষের ঊর্ধ্বমুখী দাবিদাওয়া আর চাহিদা কি সে কথাই বলছে? উত্তর পাওয়া সহজ নয় তবে প্রশ্নটা উস্কে দিয়েছেন কর্নাটকের পড়ুয়ারা। ল্যাপটপের দাবিতে খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি ঘেরাও করে।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই গিয়েছিলেন রানী চান্নাম্মা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন। পথে বেলাগাড়ির কাছে হিরে বাগওয়াডির কাছে পড়ুয়ারা ঘিরে ধরেন মুখ্যমন্ত্রীর গাড়ি। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে। তবে সেই প্রতিশ্রুতি যে রাখা হয়নি তা পড়ুয়াদের বিক্ষোভেই স্পষ্ট হয়েছে বলে মনে করে রাজনীতির কারবারিদের একাংশ।