Hijab Row

Karnataka Hijab Row: বেঙ্গালুরুর স্কুল কলেজে ১৪৪ ধারা বেড়ে ৮ মার্চ পর্যন্ত, নির্দেশ কর্নাটক হাই কোর্টের

অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং নাভাদগি আজ রাজ্যের পক্ষে তাঁর যুক্তি দিয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় পুনরায় মামলার শুনানি শুরু হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৬
Share:

১৪৪ ধারা ৮ মার্চ পর্যন্ত বাড়ানো হল। ফাইল চিত্র ।

বেঙ্গালুরু শিক্ষা প্রতিষ্ঠানগুলির পার্শ্ববর্তী এলাকাগুলিতে ১৪৪ ধারা ৮ মার্চ পর্যন্ত বাড়ানো হল।

Advertisement

হিজাব-বিতর্ক নিয়ে সোমবারের শুনানি শেষে এমন টাই জানাল কর্নাটক হাই কোর্ট।

Advertisement

অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং নাভাদগি আজ রাজ্যের পক্ষে তাঁর যুক্তি দিয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় পুনরায় মামলার শুনানি শুরু হবে।

অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং যুক্তি দিয়েছেন, হিজাব হয় ধর্মের জন্য অপরিহার্য বা অনুসারীদের জন্য ঐচ্ছিক বিষয় হতে পারে। তিনি বলেন, ‘‘আবেদনকারীরা ধর্মীয় অনুমোদনের পাওয়ার জন্য একটি নির্দিষ্ট পোশাক পরতে চাওয়ার দাবি জানিয়েছেন। ’’

উচ্চ আদালতে সওয়ালের সময় প্রভুলিং বলেন, ‘‘সরকারি আদেশ অনুযায়ী, ইউনিফর্মের বিষয়ে প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ স্বায়ত্তশাসন পায়। কর্নাটক শিক্ষা আইনের প্রস্তাবনা অনুযায়ী, আমাদের অবশ্যই একটি ধর্মনিরপেক্ষ পরিবেশ গড়ে তুলতে হবে।’’ শিক্ষা প্রতিষ্ঠানের পোষাকে ধর্মের পরিপ্রেক্ষিত থাকা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement