Ranya Rao Gold Smuggling Case

রান্যার নামে অসম্মানজনক বিবৃতি ছড়ানো যাবে না! কেন্দ্রকে পদক্ষেপের নির্দেশ কর্নাটক হাই কোর্টের

দুবাই থেকে ফেরার পথে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। তাঁর থেকে সাড়ে ১২ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত হয়েছে। অভিনেত্রীর বাড়ি থেকেও সোনার গয়না এবং নগদ টাকা উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৭:০৬
Share:
অভিনেত্রী রান্যা রাও।

অভিনেত্রী রান্যা রাও। —ফাইল চিত্র।

সোনাপাচার মামলায় গ্রেফতার কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের বিষয়ে কোনও মিথ্যা বা অসম্মানজনক বিবৃতি প্রকাশ করা যাবে না সংবাদমাধ্যমে। রান্যার বাবা আইপিএস কে রামচন্দ্র রাওয়ের বিরুদ্ধেও কোনও মিথ্যা বা অসম্মানজনক তথ্য ছড়ানো যাবে না। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল কর্নাটক হাই কোর্ট।

Advertisement

দুবাই থেকে ফেরার পথে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে সোনাপাচারের অভিযোগে গ্রেফতার হন রান্যা। বিমানবন্দরে পৌঁছোনোর পরে তাঁর থেকে ১২ কোটি ৫৬ লক্ষ টাকার সোনার বার বাজেয়াপ্ত হয়। পরে তাঁর বাড়িতেও তল্লাশি চলে এবং সেখান থেকেও সোনার গয়না বাজেয়াপ্ত হয়। অভিনেত্রীর বাড়ি থেকে দু’কোটি ছ’লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ দু’কোটি ৬৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। গ্রেফতারির পরে রান্যা এখন রয়েছেন জেল হেফাজতে।

অভিনেত্রীর বিরুদ্ধে মন্তব্য এবং বিবৃতি সংবাদমাধ্যমে প্রকাশের বিরুদ্ধে এর আগে তাঁর মা এইচপি রোহিনী নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। পরে অভিনেত্রীর আইপিএস বাবাও হাই কোর্টের দ্বারস্থ হন এই বিষয়ে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘লাইভ ল’ অনুসারে, দুই ক্ষেত্রেই আদালত পরিবারের পক্ষে নির্দেশ দেয়। কিন্তু এর পরেও বিভিন্ন ধরনের বিবৃতি ছড়িয়ে পড়ছে বলে দাবি পরিবারের। এই অবস্থায় হাই কোর্টে রান্যার পরিবারের অভিযোগ, সংবাদমাধ্যমের একাংশে তদন্ত সংক্রান্ত তথ্য দেওয়ার বদলে রান্যার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় পরিবারের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার আদালতে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল এইচ শান্তি ভূষণ। তিনি জানান, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আগেও পদক্ষেপ করেছে কেন্দ্র। আগামী ৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement