New CBI Director Praveen Sood

নয়া সিবিআই ডিরেক্টর কর্নাটকের পুলিশ প্রধান প্রবীণ সুদ, নির্দেশনামা প্রকাশ কেন্দ্রীয় সরকারের

আদতে হিমাচলের বাসিন্দা প্রবীণ দিল্লি আইআইটির প্রাক্তনী। ২০২৪-এর মে মাসে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তিনি সিবিআই ডিরেক্টর হলেন, ফলে সেই মেয়াদ বৃদ্ধি পেয়ে হবে ২০২৫-এর মে মাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মে ২০২৩ ১৫:৫৫
Share:

নতুন ডিরেক্টর পেল সিবিআই। গ্রাফিক: সনৎ সিংহ।

কর্নাটক পুলিশের প্রধান প্রবীণ সুদই নতুন সিবিআই ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। শনিবার উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি বৈঠকে বসে তিনটি নাম চূড়ান্ত করে। সেই নামের তালিকায় একে বারে প্রথমে ছিল প্রবীণ সুদের নাম। রবিবার কেন্দ্রীয় সরকার ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার প্রবীণের নাম চূড়ান্ত করে। আগামী দু’বছর তিনিই সামলাবেন কেন্দ্রীয় এজেন্সির দায়ভার।

Advertisement

প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতাকে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি সিবিআইয়ের ডিরেক্টরকে বাছাই করে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রের প্রতিবেদনে লেখা হয়েছে, শনিবার বিকেলে সিবিআই ডিরেক্টর বাছাই করার বৈঠকে কংগ্রেস নেতা অধীর নিজের আপত্তির কথা নথিভুক্ত করেন। তিনি বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। নতুন করে প্রক্রিয়া শুরু করারও আবেদন রাখেন।

উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তিনটি নাম চূড়ান্ত করে মন্ত্রিসভার নিয়োগ কমিটির কাছে পাঠিয়ে দেয়। সেই তালিকার প্রথম নাম ছিল প্রবীণ সুদের। এ ছাড়াও ছিল মধ্যপ্রদেশের ডিজিপি সুধীরকুমার সাক্সেনা এবং দমকল, সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের ডিজি তাজ হাসানের নাম। রবিবার যে সরকারি নির্দেশনামা প্রকাশিত হয়েছে তাতে ভারত সরকার প্রবীণকেই সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসাবে বেছে নিয়েছে। তাঁর কার্যকালের মেয়াদ হবে দু’বছর।

Advertisement

প্রসঙ্গত, প্রবীণ বর্তমানে কর্নাটক পুলিশের প্রধান। এ বছর মার্চ মাসে তাঁর বিরুদ্ধেই সরব হয়েছিলেন কর্নাটকের প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার। প্রবীণকে বিজেপির হাতের পুতুল বলে আক্রমণ করেছিলেন তিনি। শিবকুমারের অভিযোগ ছিল, প্রবীণ বিজেপি সরকারকে বাঁচাতে বেছে বেছে কংগ্রেস নেতা, কর্মীদের গ্রেফতার করাচ্ছেন। কর্নাটকের পুলিশ প্রধানের গ্রেফতারির দাবিও তুলেছিলেন শিবকুমার। ঘটনাচক্রে কর্নাটকে যে দিন বিজেপিকে ধরাশায়ী করে জয়ী হল কংগ্রেস, সে দিনই দিল্লিতে সিবিআই প্রধান নিয়োগের আলোচনায় সিলমোহর পড়ল প্রবীণের নামে।

১৯৮৬ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস প্রবীণ তিন বছর আগে কর্নাটক পুলিশের দায়িত্ব পান। আদতে হিমাচলের বাসিন্দা প্রবীণ দিল্লি আইআইটির প্রাক্তনী। ২০২৪-এর মে মাসে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তিনি সিবিআই ডিরেক্টর হলেন, ফলে সেই মেয়াদ বৃদ্ধি পেয়ে হবে ২০২৫-এর মে মাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement