কংগ্রেস নেতা সতীশ লক্ষ্মণরাও জারকিহোলি। ফাইল চিত্র ।
‘হিন্দু’ শব্দের মানে নিয়ে তিনি যা বলেছেন, সেটা তিনি কোনও ভুল বলেননি। এমনটাই জানালেন হিন্দু শব্দের অর্থ ‘অশ্লীল’ বলে দাবি করে বিতর্কে জড়িয়ে পড়া কংগ্রেস নেতা সতীশ লক্ষ্মণরাও জারকিহোলি। বিতর্কের মুখে কর্নাটকের শীর্ষ কংগ্রেস নেতা সতীশ বলেন, ‘‘আমি যা বলেছি বেশ করেছি। আমার মন্তব্যে ভুল কিছু নেই। এই ফার্সি শব্দটি (হিন্দু) কী ভাবে এসেছে সে সম্পর্কে শত শত নথি রয়েছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর ‘সত্যার্থ প্রকাশ’ গ্রন্থ, ডক্টর জিএস পাটিলের বই ‘বাসব ভারত’ এবং বাল গঙ্গাধর তিলকের ‘কেশরী’ সংবাদপত্রেও এর উল্লেখ রয়েছে। এগুলি মাত্র তিন-চারটি উদাহরণ। যে কোনও ওয়েবসাইটে এরকম অনেক নিবন্ধ আছে। আপনারা দয়া করে এই সব নথিগুলি পড়ে দেখুন।’’
সতীশ কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি। কংগ্রেস সরকার ক্ষমতায় থাকার সময় তিনি বনমন্ত্রী হিসাবেও কাজ করেছেন। রবিবার বেলাগাভি জেলায় এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘‘হিন্দু শব্দটি কোথা থেকে এসেছে? এটা কি আমাদের? এটি আসলে একটি ফার্সি শব্দ। ইরান, ইরাক, উজবেকিস্তান, কাজাখস্তানের মতো কোনও জায়গা থেকে এই শব্দের উৎপত্তি। ভারতের সঙ্গে হিন্দু শব্দের সম্পর্ক কী? তা হলে আপনি কী ভাবে এটি গ্রহণ করবেন? এটি নিয়ে প্রশ্ন তোলা উচিত।’’
তিনি আরও যোগ করেন, ‘‘হিন্দু শব্দের অর্থ জানলে আপনি লজ্জিত হবেন। এর অর্থ ‘অশ্লীল’। আমার কথা বিশ্বাস না হলে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখুন যে শব্দটি কোথা থেকে এসেছে।’’
সতীশের এই মন্তব্যের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যেই সতীশের এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে কর্নাটকের ক্ষমতাসীন বিজেপি সরকার। বিজেপির তরফে এই মন্তব্যকে হিন্দুদের জন্য ‘অপমানজনক’ এবং ‘উস্কানিমূলক’ বলেও নিন্দা করা হয়েছে।