কপিল সিব্বল। ফাইল ছবি: পিটিআই
কংগ্রেসের আভ্যন্তরীণ নির্বাচন-সহ একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেফের কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীকে পরোক্ষে কটাক্ষ করলেন প্রবীণ নেতা কপিল সিবল। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কপিল বলেন, ‘‘যে সময়ে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা হয়, তখন আলোচনার পর দলের প্রধানই বলেন, খুব দ্রুত দলে নির্বাচন হবে। কিন্তু আমরা এখনও বুঝতে পারলাম না, কবে, কী ভাবে সেই নির্বাচন হতে চলেছে। আমাদের মনে হয়, দলের সংবিধান মেনে, নিয়মিত নির্বাচন হওয়া দরকার।’’
যে সময়ে দলকে অক্সিজেন দেওয়া আরও বেশি করে প্রয়োজন, সেই সময়েই দলের ভিতরে হাজার একটা সমস্যা নিয়ে জেরবার হয়ে রয়েছে কংগ্রেস। তার মধ্যেই ফের কপিলের তোপ সনিয়া-রাহুলকে।
কংগ্রেসের অভ্যন্তরে দলের একাংশ রাহুল গাঁধীকে ফের সভাপতি হিসাবে দেখতে চেয়েছেন। এ নিয়ে কপিলের জবাব, ‘‘গুজব নিয়ে কিছু বলতে চাই না। বাস্তবে যা ঘটছে তা নিয়েই বলতে চাই। তাই যখন এমন কিছু ঘটবে, তখনই আমরা তাকে বাস্তব হিসাবে ধরব।’’
একই সঙ্গে তিনি কংগ্রেসের আভ্যন্তরীণ নির্বাচনের কাঠামোর বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, ‘‘কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সেন্ট্রাল কমিটি ও ওয়ার্কিং কমিটিও নির্বাচিত হওয়ার কথা। এটাই দলের সংবিধানের অংশ। কিন্তু আমাদের এই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। আমরা চাই সংসদীয় বোর্ডও নতুন করে গঠন করা হোক। প্রায় ১ মাস হয়ে গেল।কবে, কখন নির্বাচন হবে তা নিয়ে আমরা এখনও দলের তরফ থেকে কোনও উত্তর পাইনি। ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেদলের স্বার্থে পুরো বিষয়টি তাড়াতাড়ি করা উচিত।’’
বিভিন্ন রাজ্যে কংগ্রেসের খারাপ অবস্থা নিয়েও এই সাক্ষাৎকারে প্রশ্ন তোলেন সিব্বল। তাঁর মতে,‘‘যাঁরা মনে করছেন, কংগ্রেস ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে শুরু করে, তাঁরা ভুল ভাবছে।’’ দিল্লির উদাহরণ দিয়ে বলেন, ‘‘সেখানকার নেতারা দলের অবস্থা নিয়ে তার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকের।’’
এই পরিস্থিতিতে কী করবেন তাঁরা? সিব্বলের একটাই কথা, ‘‘দলের সংবিধান মেনে যা করার তাই করা হোক। প্রতিটি কংগ্রেসের সদস্য এতদিন সেটি মেনে এসেছেন। এক্ষেত্রেও যেন সেটি মেনে চলা হয়।’’
আরও পড়ুন: পরীক্ষা কমতেই বাড়ল সংক্রমণের হার, স্বস্তি অবশ্য সুস্থতার হারে
আরও পড়ুন: জমে গেল ডাল লেক, ঘন কুয়াশায় মোড়া দিল্লি