Kapil Mohan

চলে গেলেন ‘ওল্ড মঙ্ক’ ম্যান কপিল মোহন

‘ওল্ড মঙ্ক’কে এক্সক্লুসিভ ব্র্যান্ড হিসাবে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিলেন তিনি। শনিবার সেই কপিল মোহন মারা গিয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, গাজিয়াবাদের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৮ বছর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ১৪:৫০
Share:

কপিল মোহন।

‘ওল্ড মঙ্ক’কে এক্সক্লুসিভ ব্র্যান্ড হিসাবে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিলেন তিনি। শনিবার সেই কপিল মোহন মারা গিয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, গাজিয়াবাদের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৮ বছর।

Advertisement

১৯৫৪ সালে ‘ওল্ড মঙ্ক’ লঞ্চ হয়। ১৯৬০-এর মধ্যেই ওই ব্র্যান্ডটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মদ। এর পর দীর্ঘ দিন পর্যন্ত বিক্রির সেই ধারা বজায় ছিল।

এমনকী, ভারতে তৈরি সবচেয়ে বড় বিদেশি লিকার ব্র্যান্ডও ছিল ওল্ড মঙ্ক। ওই মদটির প্রস্তুতকারক সংস্থা মোহন মেকিন লিমিটেড। ১৯৭৩ সাল থেকে সেই কোম্পানির চেয়ারম্যান ছিলেন তিনি কপিল।

Advertisement

আরও পড়ুন: জেলযাত্রা শুনেই নমস্কার, মাথা নিচু লালুর

আরও পড়ুন: রাবড়ীর হাতে রাশ চান লালু

‘এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

যদিও ২০১৪-১৫ সালের পর থেকে ক্রমশ কমতে থেকেছে ওল্ড মঙ্কের বিক্রি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement