Kanpur

কানপুরে তীর্থযাত্রীদের নিয়ে হুড়মুড়িয়ে পুকুরে পড়ল গাড়ি, মৃত অন্তত ২৬, বেশির ভাগ মহিলা ও শিশু

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ৫০ জন যাত্রী ছিলেন। গাড়িটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। কানপুরের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় যাত্রিবোঝাই সেই গাড়ি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ০৭:৩৩
Share:

কানপুরে দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।

কানপুরে দুর্ঘটনা। তীর্থযাত্রীদের নিয়ে হুড়মুড়িয়ে পুকুরে পড়ে গেল গাড়ি। অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত আরও ২০ জন।

Advertisement

শনিবার রাতে ঘটনাটি কানপুরের ঘাটমপুর এলাকার। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টর ট্রলি গাড়িটিতে ৫০ জন যাত্রী ছিলেন। গাড়িটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। কানপুরের কাছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার পর একটি পুকুরে পড়ে যায় যাত্রিবোঝাই সেই গাড়ি।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। ঘটনার পর দ্রুত উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। খালি হাতেই পুকুর থেকে একের পর এক মৃতদেহ তুলতে দেখা গিয়েছে তাঁদের। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

এই ঘটনার পর শনিবার রাতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

টুইটে তিনি লিখেছেন, ‘কানপুরের দুর্ঘটনায় আমি শোকাহত। যাঁরা আপনজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে।’

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এই ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রাক্টর ট্রলি গাড়ি আর ব্যবহার না করার অনুরোধ করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement