পাঠাগারে ঢুকতে বাধা কন্ননকে

সোমবার গোপীনাথ ওই পাঠাগারে যান ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে। অভিযোগ পাঠাগার কর্তৃপক্ষ গোপীনাথকে ঢুকতে না দিয়ে জানান, আগে তাঁকে আবেদন করতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩১
Share:

কন্নন গোপীনাথ। ফাইল চিত্র।

সাবিত্রী ফুল পুণে বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে ঢুকতে বাধা দেওয়া হল আইএএস অফিসার কন্নন গোপীনাথকে। সেই গোপীনাথ যিনি, জম্মু-কাশ্মীরের মানুষের ‘মৌলিক অধিকার খর্ব’ করার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন।

Advertisement

সোমবার গোপীনাথ ওই পাঠাগারে যান ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে। অভিযোগ পাঠাগার কর্তৃপক্ষ গোপীনাথকে ঢুকতে না দিয়ে জানান, আগে তাঁকে আবেদন করতে হবে। পাঠাগার কর্তৃপক্ষের দাবি, এটাই নিয়ম। গোপীনাথ টুইট করেছেন, ‘‘ইউপিএসসি পরীক্ষায় বসতে চান, এমন বহু পড়ুয়া ওই বিশ্ববিদ্যালয়ে আছেন। তাঁরা আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন। কিন্তু পাঠাগার কর্তৃপক্ষ যখন জানতে পারেন আমি কে, তখন পাঠাগারে ঢোকার অনুমতির জন্য তাঁরা আবেদন করতে বলেন।’’

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে গোপীনাথ জানিয়েছেন, পাঠাগার কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে তর্কাতর্কির পরে পাঠাগারে অনুষ্ঠানের পরিকল্পনা বাতিল করা হয়। পরে তিনি ক্যান্টিনে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement