আগামী ২২ জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। তাই সাজো সাজো রব নীলাচল পাহাড়ে। অসম পর্যটন বিকাশ নিগমের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া জানান, ২১ জুন সন্ধ্যায় অম্বুবাচী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দেবী বন্দনা করবেন কৈলাশ খের। থাকবেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ পটেল। ২২ থেকে ২৮ জুন টানা চলবে দেবী বন্দনা পাঠ। গত বছর থেকে অম্বুবাচী মেলায় লেজ়ারের মাধ্যমে লোকগণনা করে দেখা যায় ২০ লক্ষ মানুষের সমাগম হয়েছিল কামাখ্যায়। এ বার তা ২৫ লক্ষ হতে পারে বলে নিগমের আশা। সেই মতো প্রস্তিতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কামরূপ মহানগরের জেলাশাসক বিশ্বজিৎ পেগু। কলকাতা, দিল্লি, আমদাবাদ ও দক্ষিণ ভারতে রেডিও-টিভি ও সিনেমা হলে কামাখ্যা উৎসবের প্রচার চালানো হচ্ছে। মন্দিরের সংস্কার চলছে জোরকদমে।