JP Nadda

আজ বৈঠকে নড্ডা

আজ ভিডিয়ো কনফারেন্সে ঝাড়খণ্ডে বিজেপির আটটি জেলা দফতর উদ্বোধন করে নড্ডা জানান, অমিত শাহ বিজেপি সভাপতি হিসেবে বিজেপির ৭৭০টি সাংগঠনিক জেলার দফতর তৈরির লক্ষ্য নিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০৬:০০
Share:

ছবি সংগৃহীত

বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বুধবার বৈঠকে বসছেন দলের সভাপতি জে পি নড্ডা। ভিডিয়ো কনফারেন্সে ওই বৈঠকে মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের রূপায়ণ নিয়েই আলোচনা হবে বলে খবর। অমিত শাহ বিজেপি সভাপতি থাকাকালীন বিজেপির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতেন। নড্ডা বিজেপি সভাপতি হিসেবে সেই প্রথা মেনেই এগোচ্ছেন।

Advertisement

আজ ভিডিয়ো কনফারেন্সে ঝাড়খণ্ডে বিজেপির আটটি জেলা দফতর উদ্বোধন করে নড্ডা জানান, অমিত শাহ বিজেপি সভাপতি হিসেবে বিজেপির ৭৭০টি সাংগঠনিক জেলার দফতর তৈরির লক্ষ্য নিয়েছিলেন। তার মধ্যে ৫০০টি জেলা দফতর তৈরির কাজ শেষ। এখন আরও ৪০০টি-র কাজ চলছে। আগামী দু’বছরের মধ্যে বিজেপির সমস্ত সাংগঠনিক জেলায় দলীয় কার্যালয় তৈরি হয়ে যাবে।

সভাপতির দায়িত্ব নিলেও নড্ডার নিজস্ব ‘টিম’ এখনও তৈরি হয়নি। জাতীয় কর্মসমিতি, সংসদীয় বোর্ড নতুন করে তৈরি হওয়ার কথা। সূত্রের খবর, পঞ্জিকা মেনে ৩ অগস্টের পর ওই ঘোষণা হতে পারে। বোর্ডে সুষমা স্বরাজ, অরুণ জেটলি, অনন্ত কুমারের মৃত্যুর পরে ৩ পদ ফাঁকা। বেঙ্কাইয়া নায়ডু উপরাষ্ট্রপতি হওয়াতেও একটি ফাঁকা জায়গা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement