আর দেখা যাবে না এমন দৃশ্য। প্রতীকি ছবি। ছবি: শাটারস্টক
হাঁটায় অসুবিধা হওয়ার কারণে হায়দরাবাদের বিখ্যাত কেবিআর পার্কে বন্ধ হয়ে গেল দৈনন্দিন স্বাস্থ্য চর্চার জন্য জগিং এবং দৌড়নো। সম্প্রতি তেলঙ্গানা বন দফতরের জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, ওই পার্কে আর জগিং করা বা দৌড়নো যাবে না। জানা গিয়েছে, মূলত প্রবীণ নাগরিকদের হাঁটাচলায় অসুবিধার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ওই পার্কে পায়চারি করতে আসেন বেশ কিছু প্রবীণ মানুষ। পাশাপাশি আসতেন বহু অল্প বয়সীও। কয়েক দিন আগে প্রবীণদের একটি সংগঠনের তরফে পার্ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়, জগিং করতে আসা বা দৌড়তে আসা কারও সঙ্গে যদি তাঁদের কারও ধাক্কা লেগে যায়, তা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই পার্ক কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন তাঁরা। সেই অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হল মনে করা হচ্ছে।
তবে সেই সংগঠনের তরফে জানানো হয়েছে, দলবদ্ধ ভাবে জগিং করলেই একমাত্র তাঁদের সমস্যা হয়। কিন্তু একা কেউ জগিং করলে তাঁদের কোনও আপত্তি নেই। তবুও পার্ক কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সেখানকার জগার্স অ্যাসোসিয়েশন এবং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের মধ্যে বিবাদও লাগতে পারে, সেই আশঙ্কাও দেখছেন অনেকে।
আরও পড়ুন: আদালতের নিষেধাজ্ঞা, তা সত্ত্বেও শিশুর রক্তে পুজো!
আরও পড়ুন: মৃত জঙ্গির সংখ্যা জানতে চাওয়া লজ্জার, ইস্তফা কংগ্রেস নেতার