বেআইনি অস্ত্র রাখায় অভিযুক্ত বলিউড অভিনেতা সলমন খানকে বয়ান রেকর্ডের জন্য ১০ মার্চ ডেকে পাঠাল জোধপুরের একটি নিম্ন আদালত। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিযুক্ত সলমনের আইনজীবীরা সরকার পক্ষের এক সাক্ষী, জেলাশাসক রজত কুমার মিশ্রকে ডেকে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় নিম্ন আদালত। সলমনের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়, ১০ মার্চ অবশ্যই যেন বয়ান রেকর্ডের জন্য উপস্থিত থাকেন সলমন।