জেএনইউ জট নিয়ে বিক্ষোভ

আজ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জেএনইউটিএ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:১৭
Share:

ছবি: সংগৃহীত।

দরজায় কড়া নাড়ছে পরীক্ষা। এই অবস্থায় জেএনইউ জট দ্রুত কাটানোর দাবিতে আজ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জেএনইউটিএ।

Advertisement

সংগঠনের সম্পাদক সুরজিৎ মজুমদারের অভিযোগ, ‘‘বার বার সময় চাওয়া সত্ত্বেও মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রকের কেউ দেখা করতে চাননি।’’ অভিযোগের একই সুর পড়ুয়াদের কথায়। ছাত্র সংগঠন জেএনইউএসইউয়ের ভাইস প্রেসিডেন্ট সাকেত মুন বলেন, ‘‘মন্ত্রক আশ্বাস দিয়েছিল, রবিবারের মধ্যে সঙ্গে কথা বলবেন মন্ত্রী। সমস্যা মেটাতে মন্ত্রকের গড়া কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনার জন্যও সময় চাওয়া হয়েছিল সোমবার সন্ধ্যা পর্যন্ত। কিন্তু কোনওটিই হয়নি।’’ তাই পড়ুয়াদের প্রতিবাদ ও ধর্মঘট জারি থাকবে বলে তাঁদের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement