জেএনইউয়ে হামলার ঘটনায় উত্তপ্ত দেশের শিক্ষাঙ্গন

কাঠগড়ায় সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০৩:২২
Share:

জেএনএউ-তে হামলার প্রতিবাদে পড়ুয়ারা। মুম্বইয়ে। ছবি: এএফপি।

জেএনইউয়ে হামলার ঘটনায় উত্তপ্ত দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। কাশ্মীর থেকে কন্যাকুমারী, শিলচর থেকে আমদাবাদ—শিক্ষাঙ্গনে হামলার প্রতিবাদে নিন্দা সর্বস্তরে। কাঠগড়ায় সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি।

Advertisement

জেএনইউ-কাণ্ডের জের পৌঁছেছে বিদেশেও। অক্সফোর্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাসেক্সেও ছাত্রছাত্রীরা আজ জেএনইউয়ের পড়ুয়াদের দাঁড়িয়েছেন।

কাল রাতে জেএনইউয়ে হামলা চালায় মুখোশ পরা দুষ্কৃতীরা। অভিযোগ, এবিভিপির মদতপুষ্ট বাহিনী ওই হামলা চালিয়েছে। তার আঁচ আজ ছড়িয়ে পড়ে দেশের প্রথমসারির অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে। পথে নেমে প্রতিবাদে শামিল হন পড়ুয়ারা। জেএনইউ ক্যাম্পাসে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠনগুলি। এক ছাত্রী বলেন, ‘‘যে ভাবে হস্টেলে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে, তা অকল্পনীয়।’’ জেএনইউয়ের গেটের বাইরে দিনভর বিক্ষোভ দেখিয়েছে এবিভিপি। মুম্বইয়ের গেট অব ইন্ডিয়া-র সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন বিভিন্ন কলেজের পড়ুয়ারা। সময় যত গড়িয়েছে ভিড়ের আকারও তত বেড়েছে। জাতীয় পতাকা হাতে বিক্ষোভকারীরা গান গেয়েছেন, স্লোগান দিয়েছেন দিনভর।

Advertisement

আলিগড় বিশ্ববিদ্যালয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন ইতিহাসবিদ ইরফান হাবিব। তিনি বলেন, ‘‘কাল জেএনইউয়ে যা হয়েছে, তা দেশের ইতিহাসে কখনও হয়নি।’’

ক্লাস ছেড়ে পথে নামেন পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রিয়াজ নামে এক পড়ুয়া বলেন, ‘‘আজ ওরা মার খেয়েছে, কাল আমরাও আক্রান্ত হতে পারি।’’ জয়পুর, ভোপাল, বেঙ্গালুরু, পটনা, গুয়াহাটি-সহ দেশের বিভিন্ন শহরে আজ বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পথে নামেন হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। ব্যানার-পোস্টার নিয়ে আইআইএম আমদাবাদের পড়ুয়ারা শামিল হন জেএনইউয়ে হামলার প্রতিবাদ জানাতে। শিলচরে বিক্ষোভ দেখায় এআইডিএসও৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement