জিগ্নেশ মেবাণী। ফাইল চিত্র।
তাঁকে এনকাউন্টারে মেরে ফেলা হতে পারে। গুজরাত পুলিশের দুই শীর্ষ পুলিশ আধিকারিকের হোয়াট্সঅ্যাপ কথোপকথন থেকে এমনটাই আশঙ্কা করছেন জিগ্নেশ মেবাণী। বদগামের বিধায়ক তথা দলিত নেতা জিগ্নেশ এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। ‘এডিআর পুলিশ অ্যান্ড মিডিয়া’ নামে একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে রাজ্য পুলিশের কর্তাব্যক্তিরা-সহ সংবাদমাধ্যমের বহু কর্মী রয়েছেন। সেখানেই সম্প্রতি দু’টি ভিডিও পোস্ট করা হয়েছে। একটি ভিডিওয় দেখা যাচ্ছে, একদল পুলিশ কর্মী এক জনকে বেধড়ক পেটাচ্ছেন। দেখে মনে হচ্ছে, তিনি এক জন রাজনৈতিক কর্মী। অন্য একটি ভিডিওয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলতে শোনা গিয়েছে, তাঁর পুলিশ কী ভাবে এনকাউন্টার করে। ওই ভিডিও দু’টি আপলোড করার পর অমদাবাদের ডেপুটি এসপি (গ্রামীণ) আরবি দেবধা লেখেন, ‘‘যাঁরা পুলিশের বাপ হওয়ার চেষ্টা করবে, তাদের ‘ঘুঁটি’ বলবে এবং যাঁরা পুলিশের ভিডিও তুলবে... মনে রাখবেন, আপনাদের মতো মানুষের সঙ্গে পুলিশ এমনটাই করবে। হিসাব বুঝে নেওয়া হবে।’’ তার পরেই লেখা ‘গুজরাত পুলিশ’। দু’টি ভিডিও এবং এই বার্তার পরে অমদাবাদের পুলিশ সুপার (গ্রামীণ) ওই গ্রুপে একটি ‘লাইক’ ইমোজি দেন।
এর পর থেকেই ওই বার্তা সম্বলিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গোটাটাই তাঁকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে দাবি করেন জিগ্নেশ। কারণ কয়েক দিন আগেই গুজরাত পুলিশের সঙ্গে রাস্তায় গাড়ি আটকানো নিয়ে তাঁর ঝামেলা হয়। সেই সময় তিনি পুলিশকে উদ্দেশ করে বলেছিলেন, ‘গুজরাত কারও বাপের সম্পত্তি নয়।’ এবং তিনি পুলিশকে ‘লাখোটা’ (ঘুঁটি)ও বলেছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছিল। জিগ্নেশের গাড়ির পিছনে বসে কোনও ব্যক্তি মোবাইলে পুলিশের কীর্তিকলাপ এবং জিগ্নেশের ভূমিকা— গোটাটাই রেকর্ড করেছিলেন।
আরও পড়ুন: কেজরীকে এ বার জেরা করবে পুলিশ? তেমনই ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর
পুলিশের এই ‘হুমকি’ যে তাঁর উদ্দেশে, তা জানিয়ে একটি টুইটও করেন জিগ্নেশ। গুজরাতের একটি নিউজ পোর্টালের লিঙ্ক দিয়ে তিনি লেখেন, ‘‘জিগ্নেশ মেবাণীর এনকাউন্টার? দেখুন, দুই পুলিশ কর্তা কী ভাবে আমাকে এনকাউন্টারে মেরে ফেলা হবে তা নিয়ে হোয়াট্সঅ্যাপ গ্রুপে আলোচনা করেছেন। বিশ্বাস করতে পারেন?’’
তবে আরবি দেবধা জানিয়েছেন, এর সঙ্গে কারও কোনও ব্যক্তিগত যোগ নেই। অন্য একটি গ্রুপে তিনি ওই ভিডিও দু’টি পেয়েছিলেন। ভাল লেগেছে বলে ‘এডিআর পুলিশ অ্যান্ড মিডিয়া’ গ্রুপে তা শেয়ার করেছেন। তাঁর কথায়, ‘‘এটা কোনও হুমকি নয়। ব্যক্তিগত ভাবে কোনও বার্তাও নয়। ভুল ব্যাখ্যা হচ্ছে।’’
আরও পড়ুন: চাকরি খুঁজে নিন, কর্মচারীদের বলে দিলেন মেহুল
আর জিগ্নেশ জানিয়েছেন, গোটা ঘটনার কথা তিনি রাজ্য পুলিশের ডিজিকে জানাবেন।